সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
দৌলতপুরে মাদকাসক্ত যুবকের রহস্যজনক মৃত্যু | চ্যানেল খুলনা

দৌলতপুরে মাদকাসক্ত যুবকের রহস্যজনক মৃত্যু

অতিরিক্ত মাদক সেবনে নগরীর দৌলতপুর থানার অন্তর্গত রেলিগেট আকাঙ্খা বস্তির অভ্যন্তরে নির্মাণাধীন একটি বিল্ডিং এর ছাদ থেকে পড়ে এক মাদকাসক্ত যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

জানা যায়, সোমবার রাতে প্রতিদিনের ন্যায় আকাঙ্খা বস্তির পার্শ্ববতী বস্তি থেকে আগত মাদকসেবীরা এসে নির্মাণাধীন ওই ছাদের উপর মাদকের আসর বসায়। এ সময় অতিরিক্ত মাদক সেবনে বাবু ওরফে কুক বাবু (৩৫) নামে এক মাদকসেবী জ্ঞান হারিয়ে ছাদের উপর থেকে পড়ে মৃত্যুবরণ করে।

তবে নিহত বাবুর স্বজনদের দাবি, তার সঙ্গে থাকা অন্য মাদকসেবীরা তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে হত্যা করেছে। এ সময় তার সঙ্গে থাকা অন্য মাদকসেবীরা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নিহত বাবু রেলিগেট সাহেব বাজার এলাকায় বসবাস করে। মঙ্গলবার সকালে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ওই বস্তির অভ্যন্তরে পাশের বস্তি থেকে মাদকসেবীরা এসে জমজমাট মাদকের আসর বসায় এবং মাদক ব্যবসায়ীদের নিয়মিত আনাগোনা চলে বলে গোপন সূত্রে জানা যায়। এসব মাদকসেবীরা প্রায়ই মাদকসেবন নিয়ে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে এবং অশ্লীল বাক্য বিনিময় করে। এর ফলে এ বস্তিতে বসবাসকারীরা পরিবার পরিজন নিয়ে মারাত্মক অস্বস্তিকর অবস্থার মধ্যে দিন যাপন করছেন। বস্তি থেকে আগত আরেকটা গ্রুপ প্রতিদিন বস্তির একমাত্র যাতায়াতের রাস্তা জোড়পূর্বক দখল করে ক্রিকেট খেলা শুরু করে। প্রতিবাদ করলে এরা অশ্লীল ভাষা ব্যবহার করে বলে সিটি কর্পোরেশন এই রাস্তা তৈরি করেছে সবার ব্যবহারের জন্য।

ইতিপূর্বে মাদকসেবনের বিষয়টি নিয়ে কেএমপিকে জানালো হলে গত রমজান মাসে তারা ২ বার অভিযান এবং ডিবির সদস্যরা কয়েকবার এলাকায় এসে ঘুরে যায়। ফলে কয়েকদিন তারা মাদক সেবনের স্থান পরিবর্তন করে আবারও পুরোদমে বস্তির অভ্যন্তরে মাদক সেবনের জমজমাট আড্ডাস্থলের ঘাঁটি তৈরি করে। এ ব্যাপারে আকাঙ্খা বস্তির বাসিন্দারা কেএমপির দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সাবেক যুবদল নেতা মাসুদ ছুরিকাঘাতে গুরুতর আহত

বিআরটিএ খুলনার কার্যক্রম সম্পর্কিত গণশুনানি অনুষ্ঠিত

খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

‘ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’ শীর্ষক প্রকল্পের সভা

খুলনা সদর থানার সাবেক ওসি কারাগারে: ডিম ও পচা আম নি‌ক্ষেপ

জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদ আমাদের প্রেরণা জোগায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।