সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
বেড়িবাঁধ এলাকার মানুষকে সম্পৃক্ত করে মতামতের ভিত্তিতে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করুন | চ্যানেল খুলনা

বেড়িবাঁধ এলাকার মানুষকে সম্পৃক্ত করে মতামতের ভিত্তিতে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করুন

বেড়িবাঁধ এলাকার মানুষদের সম্পৃক্ত করে মতামতের ভিত্তিতে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। যাতে করে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের নামে দুর্নীতির মাধ্যমে কয়েকশ’ কোটি টাকা লুটপাট না হয়। উপকূলীয় বেড়িবাঁধ সংস্কারে চলে সীমাহীন দুর্নীতি। এসব দুর্নীতির সঙ্গে জড়িত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা-কর্মচারীরা। সরকার গত ৯ বছরে উপকূলীয় বেড়িবাঁধ সংস্কারে ১৯ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু তার সুফল উপকূলীয় মানুষ পায়নি। বাঁধা হয়নি উপকূলীয় বাঁধ। উপকূলীয় বেড়িবাঁধ সংস্কারে সরকার কয়েকশ’ কোটি টাকা বরাদ্দ দিলেও পাউবোর সীমাহীন দুর্নীতির কারণে সেসব বাঁধ সংস্কার হয়নি।

সে কারণে প্রতিবছর লাখ লাখ মানুষ উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে বাড়িঘর ও সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে যায়। চরম দুর্ভোগের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করে দক্ষিণ জনপদের কয়েক লাখ মানুষ। শুধু তাই নয়, স্থানীয় জনগণ স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কার করেন আর বিল তুলে নেন সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।’ এসব কথা বললেন জনউদ্যোগসহ কয়েকটি সংগঠনের আয়োজিত মানববন্ধনে নাগরিক নেতৃবৃন্দ।

শনিবার সকাল ১০টায় জনউদ্যোগ খুলনা, মাসাস, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, রাসটিক, থেড, অপরাজিতা যুব কল্যাণ সংস্থা, উইথ সীসহ কয়েকটি সংগঠনের আয়োজনে ‘উপকূল রক্ষায় টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ চাই’ এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জনউদ্যোগ খুলনার নারী সেলের আহবায়ক এড. শামীমা সুলতানা শীলু।

সভা পরিচালনা করেন জনউদ্যোগের সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির মহানহর সভাপতি মফিদুল ইসলাম, বাংলাদেশে কমিউনিস্ট পার্টির মিজানুর রহমান বাবু, বাসদের আব্দুল করিম,বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী এ্যাডঃ মোমিনুল ইসলাম, বৃহত্তর আমরা খুলনাবাসীর এস এম মাহাবুবুর রহমান খাকন, গ্লোবাল খুলনার শাহ মামুনুর রহমান তুহিন, রাসটিকের নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহম্মদ, অপরাজিতা যুব কল্যান সংস্থার সাধারণ সম্পাদক অনুপ মন্ডল, উইথসীএর উপদেষ্টা ইমদাদ আলী, মোঃ ইমরান জাহান, ইয়াসিন শেখ, মোঃ তরিকুল ইসলাম, থেপ এর নির্বাহী পরিচালক পরেশ কুমার সাহা, সামাজিক কর্মী মোহাঃ এম এ সাদী, সাংবাদিক রাশীদুল আহসান বাবলূ,মাসাসেরকাজী সুআইবুর রহমান, কুষ্ণা দাস, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার মোঃ সাব্বির খান, এস এম আশরাফুল ইসলাম, ইতিহাস সম্মেলন বাংলাদেশের মোঃ মফিজুল ইসলাম, মোঃ রাজু মল্লিক, মোঃ সাকিবুল হাসান প্রমুখ।

সভায় বক্তরা, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণা, পৃথক উপকূলীয় বোর্ড গঠন, জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি করেন। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ফুলবাড়ীগেট বাজার ব্যবসায়ীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনায় যুব কাউন্সিল নির্দেশিকা চূড়ান্ত মূল্যায়ণ সভা অনুষ্ঠিত

গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের কৃতি  শিক্ষার্থীদের সংবর্ধনা 

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রুজভেল্ট জেটি হ্যান্ডলিং ওয়ার্কার্স ইউনিয়নের মিলাদ মাহফিল

ফুলতলার দামোদর ইউনিয়নে ভোটার সমাবেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।