সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
রহস্যজনক বিস্ফোরণের পর দুবাইয়ে সেই ইসরায়েলি জাহাজ | চ্যানেল খুলনা

রহস্যজনক বিস্ফোরণের পর দুবাইয়ে সেই ইসরায়েলি জাহাজ

ওমান উপসাগরে রহস্যজনক বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ইসরায়েলি কার্গো জাহাজটি মেরামত কাজের জন্য দুবাই বন্দরে পৌঁছেছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) জাহাজাটি দুবাই পৌঁছায়। গত বৃহস্পতিবার থেকে শুক্রবার সকালের মধ্যে জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ইরানকে দোষারোপ করেছে ইসরায়েল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ওমান উপসাগরে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ার পর মেরামত কাজের জন্য রোববার (২৮ ফেব্রুয়ারি) দুবাইয়ের পোর্ট রশিদ বন্দরে পৌঁছায় ইসরায়েলি মালিকানাধীন কার্গো জাহাজ এমভি হেলিয়স রে। বিস্ফোরণের পর জাহাজটির দুই পাশে ছিদ্র হয়ে যায়। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি এবং এতে জাহাজটির কোনো ক্রুও হতাহত হয়নি।

এদিকে মেরামতের জন্য জহাজটি দুবাই বন্দরে নোঙর করার ব্যাপারে কোনো মন্তব্য করেনি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কর্মকর্তারা। তবে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, কার্গো জাহাজে বিস্ফোরণের ঘটনা তদন্তে শনিবার দুবাই পৌঁছেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

‘এমভি হেলিয়স রে’- এর মালিক ৭৪ বছর বয়সী আব্রাহাম উনগার। তিনি ইসরাইলের অন্যতম প্রধান ধনী ব্যক্তি এবং তেল আবিবভিত্তিক ‘রে শিপিং লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা। ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশন্সের তথ্য মতে- এমভি হেলিয়স রে সৌদি আরবের দাম্মাম বন্দর থেকে গাড়ি বহন করছিল। আগামী ৫ মার্চ জাহাজটির সিঙ্গাপুর পৌঁছানোর কথা ছিল।

জাহাজের মালিক রামি উনগারের বরাত দিয়ে ইসরায়েলের একটি সংবাদমাধ্যম শনিবার জানায়, বিস্ফোরণের ফলে জাহাজটিতে দেড় মিটার ব্যাসার্ধের দুটি গর্তের সৃষ্টি হয়েছে। তবে ইঞ্জিনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে ইসরায়েলি কার্গো জাহাজে বিস্ফোরণের ঘটনায় শনিবার ইরানকে দোষারোপ করে দেশটি। ‘প্রাথমিক মূল্যায়নের’ ভিত্তিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ বিস্ফোরণের সঙ্গে তেহরানের জড়িত থাকার বিষয়ে দাবি করেন।

তিনি বলেন, ‘ইসরায়েলি নাগরিক ও স্থাপনার ওপর হামলা করতে চায় ইরান। ওমান উপসাগরে বিস্ফোরণের শিকার হওয়া জাহাজটি তুলনামূলকভাবে ইরানের কাছাকাছি অবস্থান করছিল, আর এতেই সন্দেহ হচ্ছে যে, বিস্ফোরণের দায়টা ইরানেরই।’

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ইসরায়েলি হামলায় রয়টার্স, এপি, আল-জাজিরা ও ইনডিপেনডেন্টের সাংবাদিক নিহত

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

৩০ দিন আটক থাকলেই পদ হারাবেন এমপি-মন্ত্রী—বিল নিয়ে ভারতে উত্তেজনা

ট্রাম্পের মন পেতে মরিয়া জেলেনস্কি, এলেন ফরমাল পোশাকে, বারবার ধন্যবাদ দিলেন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

পুতিন-জেলেনস্কিকে নিয়ে শুক্রবার বৈঠক করতে চান ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।