সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
নগর কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন | চ্যানেল খুলনা

নগর কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন

খুলনা মহানগর কৃষক লীগের ৪৭ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দিয়েছে কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি। গত ৩১ জানুয়ারি’ ২১ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি স্বাক্ষরিত এক চিঠিতে সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। ওই চিঠিতে এ্যাড. শাহজাহান কচিকে আহবায়ক ও এবিম আদেল মুকুলকে সদস্য সচিব করে ৪৭ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) মাগরিব এ উপলক্ষে মহনগর কৃষক লীগ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা ও পরিচিতি সভার আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এ্যাড. শাহজাহান কচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হালিমা রহমান খুলনা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মানিকউজ্জামান অশোক। অনুষ্ঠান পরিচালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এবিএম আদেল মুকুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. শহিদুল হাসান, মোল্লা মো. সেলিম, শেখ হারুন মানু, লুৎফর রহমান, আবু নাইম, আবু বক্কর সিদ্দিক, কানাই রায়, রফিকুল ইসলাম ডাবলু, রাজু আহমেদ, মো. আহসান হাবিব, মো. আইয়ুব আলী খান, মো. রোসউজ্জামান, মাহিরুল ইসলাম মাহির, মো. মোস্তাকিম লালু, হেলালুর রহমান রিমন, মনিরুল ইসলাম গাজী, এমদাদুল হক, সাইফুল ইসলাম, মহব্বত হোসেন, সিরাজুল ইসলাম পিন্টু প্রমুখ।

https://channelkhulna.tv/

কৃষি ভাবনা আরও সংবাদ

চিংড়ি ঘেরে নতুন স্বপ্ন, মাছ চাষে স্বাবলম্বী হচ্ছেন ডুমুরিয়ার নারীরা

ডুমুরিয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মরুভূমির ফল সাম্মাম

ডুমুরিয়ায় তরমুজ চাষে বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

গবেষণার মাধ্যমে দক্ষতা, চিন্তাশক্তি ও ক্যারিয়ার গঠনের ওপর গুরুত্বারোপ

ডুমুরিয়ায় ধুন্দল চাষে ভালো ফলনে কৃষকের মুখে হাসি।

সাংবাদিক ফকির শহিদের বাইপাস সার্জারি সম্পন্ন, দোয়া কামনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।