সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
খালিশপুরে দরিদ্রদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কেসিসি মেয়র | চ্যানেল খুলনা

খালিশপুরে দরিদ্রদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কেসিসি মেয়র

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকার বিভিন্ন বাস্তবমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। ফলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটছে।
সিটি মেয়র বুধবার সকালে কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল মিলনায়তনে দরিদ্রদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। বেসরকারি সংস্থা কারিতাস-বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
কোভিড-১৯ সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে জিআইজেড-ইইউ’র অর্থায়নে সংস্থার ‘‘জলবায়ু পরিবর্তনজনিত কারণে অভ্যন্তরীণ অভিবাসীদের নগর ব্যবস্থাপনা’’ প্রকল্পে’র সুবিধাভোগীদের মাঝে পর্যায়ক্রমে এ অর্থ বিতরণ করা হবে। খুলনা মহানগরীর ১২, ১৩, ১৪, ২১ ও ৩১ নং ওয়ার্ডের ৯টি ঘনবসতিপূর্ণ এলাকার তালিকাভুক্ত ২ হাজার ৫২টি পরিবার শর্তহীনভাবে এ অর্থ সহায়তা পাবে। প্রথম পর্যায়ে আজ ১২ ও ১৩ নং ওয়ার্ডের ৬’শ ৮৪ টি পরিবারের মাঝে বিকাশ এজেন্টের মাধ্যমে অর্থ প্রদান করা হয়। ৪টি কিস্তিতে প্রতিটি পরিবারকে সর্বমোট ২০ হাজার টাকা প্রদান করা হবে।
সিটি মেয়র সংস্থার মহতী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, করোনা সংকট মোকাবেলায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী কর্মহীন ও অসহায় মানুষকে পর্যাপ্ত খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেছেন। ফলে আমরা সফলভাবে বৈশ্বিক এ সংকট মোকাবেলা করতে সক্ষম হয়েছি। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ এগিয়ে আসলে দরিদ্র জনগোষ্ঠী তাদের জীবনমান উন্নয়নে সক্ষম হবে। তিনি মাস্ক পরিধানসহ নিরাপদ দূরত্ব বজায় রেখে দৈনন্দিন কাজ সম্পাদনের জন্য সকলের প্রতি আহবান জানান।
কারিতাস-এর প্রোগ্রাম অফিসার (দুর্যোগ ব্যবস্থা) তাপস সরকার-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেসিসি’র কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, এস এম খুরশিদ আহম্মেদ টোনা, মুন্সী আব্দুল ওয়াদুদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সাবেক যুবদল নেতা মাসুদ ছুরিকাঘাতে গুরুতর আহত

বিআরটিএ খুলনার কার্যক্রম সম্পর্কিত গণশুনানি অনুষ্ঠিত

খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

‘ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’ শীর্ষক প্রকল্পের সভা

খুলনা সদর থানার সাবেক ওসি কারাগারে: ডিম ও পচা আম নি‌ক্ষেপ

জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদ আমাদের প্রেরণা জোগায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।