সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেলা প্রশাসকের সম্মাননা পেয়ে কাঁদলেন বীর মুক্তিযোদ্ধা অশোক | চ্যানেল খুলনা

জেলা প্রশাসকের সম্মাননা পেয়ে কাঁদলেন বীর মুক্তিযোদ্ধা অশোক

খুলনার খালিশপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা অশোক দাসকে নিয়ে ফেসুবকের দেওয়া এক আবেগঘন স্ট্যাটাস দেখে তাকে সম্মাননা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

মঙ্গলবার রাতে তিনি মোবাইল ফোনে অশোক দাসের সাথে যোগাযোগ করেন। বুধবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা অশোক দাসকে গাড়িতে করে ডিসি অফিসে নিয়ে আসেন তিনি।

পরে বিস্তারিত ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রী পরিষদ বিভাগকে অবহিত করেন জেলা প্রশাসক। এছাড়া জেলা প্রশাসক তাকে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর প্রদানের পদক্ষেপ নেন।
একই সাথে মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রাপ্তির আবেদন যাচাই-বাছাইয়ের প্রয়োজনীয় ব্যবস্থা করেন। জেলা প্রশাসক অসহায় পরিবারটিকে আর্থিক সহায়তা ও তার স্ত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।

তার তাৎক্ষণিক মহানুভবতায় অশোক দাস অশ্রুসিক্ত হয়ে পড়েন। তিনি অঝোর ধারায় কাঁদতে থাকলে জেলা প্রশাসকের অফিস কক্ষে আবেগঘন পরিবেশ তৈরি হয়। জেলা প্রশাসকের মানবিক এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন সকলে।

ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসটি ছিল, ‘স্বাধীনতার ৫০ বছরেও স্বীকৃতি মেলেনি খুলনার খালিশপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা অশোক দাসের। বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছেন। ১৯৭১ সালে ভারতের বনগাঁতে ট্রেনিং শেষে তিনি বেশ কয়েকটি সম্মুখযুদ্ধে অংশ নিয়েছেন। যুদ্ধক্ষেত্রে ৮ নম্বর সেক্টরে তিনি কাজ করেছেন। কিন্তু মুক্তিযুদ্ধের সনদ পর্যন্ত পাননি। একসময় ঠিকাদারি ব্যবসা করতেন। এখন অসহায় মুক্তিযোদ্ধা খালিশপুর চিত্রালী বাজারে ফুটপাতে পুরাতন জুতা-স্যান্ডেল বিক্রি করে সংসার চালান। দিনের বেলায় মানুষের বাড়ি থেকে জুতা-স্যান্ডেল সংগ্রহ করেন। সন্ধ্যায় ফুটপাতে বসেই সেগুলো বিক্রি করেন।’

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেএমপির নতুন কমিশনার জাহিদুল হাসান

খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত

কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

কেসিসির অভিযান: অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়

খুলনায় যুবকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা

খুলনায় গণঅধিকার পরিষদের নির্বাচিতদের শপথ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।