সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
গ্যাস সিলিন্ডারের আগুনে ৪৬ ঘর পুড়ে ছাই | চ্যানেল খুলনা

গ্যাস সিলিন্ডারের আগুনে ৪৬ ঘর পুড়ে ছাই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নব্বই কলোনিতে আগুনে ৪৬ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন।
সোমবার ভোর ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার কালামপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জের সানদাইলপুর এলাকার হোসেন মিয়ার ছেলে মিলন হোসেন (৪০), তার স্ত্রী মুন্নি আকতার (৩০), গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আশরাফ আলীর ছেলে ফরহাদ (৪০) এবং একই উপজেলার ওসমান গনির ছেলে আউয়াল মিয়া (৪০)। নিহতরা ওই এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে উপজেলার কালামপুর পূর্বপাড়া এলাকায় নব্বই কলোনির একটি কক্ষের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।

পরে আগুন ছড়িয়ে পড়লে প্রায় ৪৬ ঘর পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে দগ্ধ হয়ে চারজন নিহত হন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিনের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম বলেন, নব্বই কলোনির একটি কক্ষের গ্যাস সিলিন্ডার থেকে ভোর ৫টার দিকে আগুন লাগে। এতে চারজন দগ্ধ হয়ে মারা যান। ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, কোনো অভিযোগ না পেলে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

‘মেয়েদের ফুটবলে বাধা দিতে খোঁড়া হয়েছিল মাঠ’

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।