সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
উত্তাল ভুস্বর্গ কাশ্মীর : সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ নিহত ২ | চ্যানেল খুলনা

সরকার কাশ্মীরকে ভারতের ফিলিস্তিন বানাচ্ছে : সীতারাম ইয়েচুরি

উত্তাল ভুস্বর্গ কাশ্মীর : সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্কঃ স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার পর প্রথমবারের মতো কাশ্মীরে এক হামলার শিকার হলো ভারতীয় পুলিশ। কয়েক সপ্তাহ অবরুদ্ধ অবস্থার পর গতকাল বুধবার উত্তর কাশ্মীরের বারামুল্লাতে বন্দুকযুদ্ধ হয়, যাতে একজন বিক্ষোভকারী এবং একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। দিল্লীর ৩৭০ অনুচ্ছেদ বাতিলে কাশ্মীর জুড়ে কারফিউ জারি করে রাখে মোদী সরকার, কয়েক লাখ সেনায় অবরুদ্ধ অঞ্চলটির কর্তৃপক্ষ প্রথমবারের মতো এমন জঙ্গি হামলার প্রতিবেদন জানায়।
কাশ্মীর জোন পুলিশ টুইটারে জানিয়েছে, ‘একজন বিক্ষোভকারী নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে এবং এক পুলিশ অফিসার নিহত এবং দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
নিহত ব্যক্তিকে লস্কর-ই-তৈয়বার (এলইটি) সঙ্গে ‘সম্পৃক্ত’ স্থানীয় বাসিন্দা হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে পরবর্তীর এক টুইটে জানায় কাশ্মীর জোন পুলিশ।
সংবাদমাধ্যম জানায়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্র“তি ব্যক্ত করেছে দেশটির স্বাধীনতাকামীরা।
এদিকে ভারত সরকারের এ সিদ্ধান্তে শ্রীনগরসহ বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই বিক্ষোভ ও প্রতিবাদ চলছে। পরিস্থিতি সামাল দিতে সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটির নাগরিকদের বিশেষ অধিকার কেড়ে নেওয়া ৫ আগস্টের ঘোষণাকে ঘিরে শুরু থেকেই উদ্বিগ্ন মোদীর বিজেপি সরকার। জনগণের ক্রোধ রোধ করতে, মানুষের চলাচল সীমাবদ্ধ রাখতে এবং ল্যান্ডলাইন, মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রেখে কঠোরভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ৭০ হাজারের বেশি অতিরিক্ত সেনা আধা-সেনা মোতায়েন করে কাশ্মীরে।
সম্প্রতি ল্যান্ডলাইনগুলো চালু করেছে কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান খুললেও সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। কাশ্মীরের উত্তাপ বিশ্বে এর নৈস্বর্গিক বৈশিষ্ট্যকে ছাপিয়ে এক নেতিবাচক অঞ্চল হিসেবে খ্যাত করেছে, যে অঞ্চল ঘিরে প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশ সর্বদা যুদ্ধ পরিস্থিত তৈরিতে ব্যস্ত। সেখানে ভারতের এমন পদক্ষেপ যে এমন হামলার ঘটনাকে ত্বরান্বিত করবে, তা অনুমিত।
সীতারাম ইয়েচুরি : কেন্দ্রীয় সরকার ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরকে ভারতের ফিলিস্তিনে রূপান্তর করার চেষ্টা করছে বলে অভিযোগ জানান কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্কসবাদী (সিপিআইএম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মঙ্গলবার এ কে গোপালান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড স্টাডিজে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতায় ইয়েচুরি বলেন, দেশের সব ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলো জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে ২২ আগস্ট বিক্ষোভ সমাবেশ করবে। সূত্র : গালফ টুডে, রয়টার্স।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।