সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
করোনায় শিক্ষা যোদ্ধা কাউখালীর প্রভাষক মাও. মো. নাসরুল্লাহ | চ্যানেল খুলনা

করোনায় শিক্ষা যোদ্ধা কাউখালীর প্রভাষক মাও. মো. নাসরুল্লাহ

সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধঃ বৈশ্বিক মহামারী করোনায় একজন শিক্ষা যোদ্ধা হিসেবে নিয়মিত অনলাইনে লাইভ ক্লাস নিয়ে যাচ্ছেন পিরোজপুর জেলার কাউখালী নাঙ্গুলী নেছারিয়া ফাযিল মাদরাসার আরবি প্রভাষক মাও. মো. নাসরুল্লাহ। করোনা সংকটে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির মূহুর্তে মাদরাসার আরবি শিক্ষাকে এগিয়ে নিতে তিনিও শামিল হয়েছেন দেশের করোনা শিক্ষা যোদ্ধাদের কাতারে। গত ২০ এপ্রিল থেকে তিনি ফেসবুক পেইজ কেন্দ্রিক বরিশাল অনলাইন স্কুল, নরসিংদী অনলাইন পাঠশালা ও বাংলাদেশ অনলাইন মাদরাসাসহ ময়মনসিংহ অনলাইন স্কুল ও চট্রগ্রাম অনলাইন স্কুলে মাদরাসা শিক্ষার্থীদের জন্য দাখিল অষ্টম শ্রেণি থেকে আলিম পর্যন্ত আরবি ১ম, আরবি ২য় পত্র, কুরআন ও হাদিস বিষয়ে নিয়মিত পাঠদান করে আসছেন। এতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী ও অভিভাবকদের তিনি প্রশংসা কুড়িয়েছেন। উল্লেখ্য, মাও. মো. নাসরুল্লাহ ২০১৯ ইং সনে পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি আইসিটি ফর ই-র জেলা অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনলাইন ক্লাস প্রসঙ্গে মাও. মো. নাসরুল্লাহ বলেন- শিক্ষার্থীদের সামনে পরীক্ষার কথা মাথায় রেখেই আরবি বিষয়ে এতদিন ফেসবুক পেইজ অনলাইন স্কুল গুলোতে পাঠদান করে আসছি। এ ক্লাসগুলোতে মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করলে অবশ্যই উপকৃত হবে। এছাড়া দেশের একঝাক তরুণ করোনা শিক্ষা সহযোদ্ধা শিক্ষকবৃন্দ এ অনলাইন স্কুলগুলোতে নিয়মিত রুটিন মাফিক পাঠদান করে থাকেন। এ মূহুর্তে মাদরাসা শিক্ষার্থীরাও সাধারণ শিক্ষার্থীদের মতো এ অনলাইন স্কুলগুলোতে ভিজিট করে নিজেদের পাঠ কার্যক্রম চালিয়ে যেতে পারে। বিশেষত মাদরাসা শিক্ষার্থীদের জন্য “বাংলাদেশ অনলাইন মাদরাসা” ফেসবুক পেইজ বিশেষ ভূমিকা পালন করছে।
জানা যায়, করোনার এই সংকটময় মূহুর্তে শিক্ষাব্যবস্থার এ ক্রান্তিকালে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে সরকার প্রথমে সংসদ টেলিভিশনের মাধ্যমে আমার ঘরে, আমার স্কুল/মাদ্রাসা শ্রেণি কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে এ কার্যক্রমকে আরো বেগবান করতে শিক্ষা মন্ত্রণালয় ও এটুআই-র যৌথ উদ্যোগে দেশের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপকদের সরাসরি নেতৃত্ব ও নির্দেশনায় শুরু হয় ফেসবুক কেন্দ্রিক অনলাইন শিক্ষা কার্যক্রম। এতে শিক্ষা যোদ্ধা হিসেবে এগিয়ে আসেন দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক অ্যাম্বাসেডর সহ বিভিন্ন বিষয়ের দক্ষ দেশ সেরা তরুন শিক্ষকবৃন্দ।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

হাসপাতাল তত্ত্বাবধায়কের কক্ষে চুরি, সাংবাদিক পরিচয়ধারী পাঁচজন গ্রেপ্তার

রাউজানের শীর্ষ সন্ত্রাসী মেজর ইকবাল গ্রেপ্তার

মুন্সীগঞ্জে বিএনপির দু’পক্ষের দ্বন্দ্বের জেরে গুলি, যুবক নিহত

ফরিদপুরে বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা, আসামি ৮ শতাধিক

টেলিগ্রামে বিদেশি বিনিয়োগের নামে ৫ কোটি টাকা হাতান তাঁরা

পরকীয়ার জেরে পুলিশসদস্য হত্যা মামলায় পুলিশ দম্পতির ফাঁসি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।