সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩,৫৩১ জন, মৃত ৩৯ | চ্যানেল খুলনা

করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩,৫৩১ জন, মৃত ৩৯

চ্যানেল খুলনা ডেস্কঃ দেশে শনিবার (২০ জুন) থেকে রবিবার (২১ জুন) পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৩৯জন করোনাভাইরাস আক্রান্ত রোগী মারা গেছেন৷ একই সময়ে নতুন করে আরও ৩,৫৩১ জন শনাক্ত হয়েছেন। মৃত ৩৯জনের মধ্যে পুরুষ ৩৫ ও নারী চারজন। ফলে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১,৪৬৪ জন। পাশাপাশি মোট শনাক্তের সংখ্যা ১,১২,৩০৬ জনে দাঁড়িয়েছে।

রবিবার (২১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান অধিদপ্তরটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১৫,৭১০টি নমুনা সংগ্রহ এবং ৬০টি পরীক্ষাগারে ১৫,৫৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ১,০৮৪ জন। আর দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৫,০৭৭ জন।

অন্যদিকে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৬৩,৯৯৯ জনে, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এই তথ্য জানা গেছে। রবিবার সকাল পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৭,৬৮,২৮৫ জন।

গতবছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এপর্যন্ত ২১৫টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৮৬ জন, একজনের মৃত্যু

বাবা-মায়ের যে ভুলের কারণে শিশুর ঠান্ডা লাগে

আরও ৬ করোনা রোগী শনাক্ত, মৃত্যু নেই

খুলনায় করোনা আক্রান্তে ৪ জনের মধ্যে ৩ জন বয়রা এলাকার

করোনায় আরো ২ জনসহ মোট মৃত্যু ২৯ হাজার ৫০২ জন

কারা পরিমিত পরিমাণে মাংস খাবেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।