সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
সিসিআই’র সহ-সভাপতি মনোনীত হওয়ায় এফবিসিসিআই সভাপতিকে খুলনা চেম্বারের অভিনন্দন | চ্যানেল খুলনা

সিসিআই’র সহ-সভাপতি মনোনীত হওয়ায় এফবিসিসিআই সভাপতিকে খুলনা চেম্বারের অভিনন্দন

সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (সিসিআই) সহ-সভাপতি হিসেবে মনোনয় পেয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম। আগামী ২০২০-২০২১ মেয়াদের জন্য তাকে এ পদে সার্ক সিসিআই ন্যাশনাল মেম্বার বডি এই মনোনয়ন দিয়েছেন। এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম এ সম্মানজনক পদে অধিষ্ঠিত হওয়ায় এতদাঞ্চলের ব্যবসায়ী সম্প্রদায় তথা খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক। খুলনা চেম্বারের সভাপতি বিবৃতিতে উল্লেখ করেন, শেখ ফাহিম এখন কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্বরত আছেন তাছাড়া ইতিপূর্বেও এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৬টি জাতীয় চেম্বার সংগঠনের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতাও তাঁর রয়েছে। খুলনা চেম্বারের সভাপতিসহ পরিচালনা পরিষদ আশা প্রকাশ করেন, শেখ ফজলে ফাহিম সাহেব সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিআই)’র সহ-সভাপতি পদে আসিন হয়ে ব্যবসায়ী সমাজকে সঠিক দিক নির্দেশনা দিয়ে আলোর পথের দিশারী হিসেবে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নসহ তার প্রজ্ঞা, বিচক্ষণতা ও দূরদর্শিতা দিয়ে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যকে আন্তর্জাতিকভাবে সমৃদ্ধশালী করতে সচেষ্ট হবেন।

সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিআই) এর সহ-সভাপতি হিসেবে মনোনয়ন পাওয়ায় এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এবং তাঁর উত্তরোত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করে আরও যারা বিবৃতি দিয়েছেন তারা হলেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উর্ধ্বতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভুট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহামুদ ডন, এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জ্বল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম, চৌধুরী মিনহাজ উজ জামান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ফুলবাড়ীগেট বাজার ব্যবসায়ীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনায় যুব কাউন্সিল নির্দেশিকা চূড়ান্ত মূল্যায়ণ সভা অনুষ্ঠিত

গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের কৃতি  শিক্ষার্থীদের সংবর্ধনা 

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রুজভেল্ট জেটি হ্যান্ডলিং ওয়ার্কার্স ইউনিয়নের মিলাদ মাহফিল

ফুলতলার দামোদর ইউনিয়নে ভোটার সমাবেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।