সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস: আপাতত নেয়া হচ্ছে না আবেদনপত্র | চ্যানেল খুলনা

খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস: আপাতত নেয়া হচ্ছে না আবেদনপত্র

চ্যানেল খুলনা ডেস্কঃদীর্ঘ দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর খুলেছে খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস। তবে নতুন করে কোনো পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে না। পাশাপাশি পাসপোর্ট রিইস্যুর ক্ষেত্রে জুড়ে দেয়া হয়েছে কয়েকটি শর্ত। ফলে দীর্ঘদিন করোনাভাইরাসের কারণে কার্যক্রম বন্ধ থাকলেও গ্রাহকদের হয়রানি অনেকগুণ বেড়েছে। সরেজমিন পাসপোর্ট অফিসে গিয়ে এমন ভিন্ন চিত্রই দেখা যায়।

জানা যায়, রোববার অফিস খোলার প্রথম দিনেই সার্ভার ত্রুটির কারণে কোনো সার্ভিস পাননি গ্রাহকরা। নতুন করে কোনো পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ করছে না বিভাগীয় অফিসের কর্তৃপক্ষ। নগরীর বয়রার পাসপোর্ট অফিসে গিয়ে দেখা যায়, কার্যালয়ের মূলফটকের সামনে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন গ্রাহক। তাদের অনেকে নতুন আবেদনপত্র জমা দিতে এসেছে। কেউবা রিইস্যু আবার কেউ পাসপোর্ট ডেলিভারির জন্য। মূলফটকে দায়িত্বরত আছে এক আনসার এবং এক পুলিশ সদস্য। আনসার প্রত্যেক গ্রাহকের সঙ্গে কথা বলছেন এবং জরুরি মনে হলে শরীরের তাপমাত্রা মেপে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন।

এ সময় কথা হয় শামসুর রহমান (ছদ্মনাম) নামে একজন গ্রাহকের সঙ্গে। তিনি জানান, নতুন আবেদনপত্র জমা দিতে এসেছেন। তবে আপাতত কোনো আবেদনপত্র জমা না নেয়ার নির্দেশনা রয়েছে কেন্দ্রীয় কার্যালয়ের। যার কারণে তাকে ফেরত যেতে হচ্ছে। এ ছাড়া অনেক গ্রাহকের পাসপোর্ট ডেলিভারি দেয়ার কথা গত মাসে। যাদের পাসপোর্ট চলে এসেছে তাদের মোবাইলে এসএমএস না দেখাতে পারলে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এমনকি পাসপোর্টের ডেলিভারি স্লিপ থাকলেও না।

একাধিক গ্রাহক অভিযোগ করেন, দীর্ঘদিন পর পাসপোর্ট অফিস খুলেছে। তবে গ্রাহকদের হয়রানি কমেনি। করোনাভাইরাসের কারণে অফিসের নিয়ম-কানুন পরিবর্তন হয়েছে। এটি ভালো। তবে এ বিষয়ে জনসাধারণকে জানানো দরকার কর্তৃপক্ষের। তা হলে হয়তো গ্রাহকদের হয়রানি কমবে।

খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. তৌফিকুল ইসলাম খান, বলেন, নতুন করে কোনো গ্রাহকের আবেদনপত্র জমা নেয়া হচ্ছে না। পাশাপাশি যাদের পাসপোর্টের মেয়াদ ছয় মাসের বেশি আছে এবং যাদের পাসপোর্টে কোনো পরিবর্তন করা দরকার ও বায়োমেট্রিক পরিবর্তন করা দরকার সেসব গ্রাহকের কার্যক্রম বন্ধ।

তিনি আরও বলেন, পাসপোর্ট ডেলিভারি যথারীতি চলছে। তবে ইমার্জেন্সি বা বিদেশ গমনকারীদের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। এসব নির্দেশনা প্রধান কার্যালয়ের। আপাতত এভাবেই কার্যক্রম পরিচালনার নির্দেশনা আছে। সুত্র-যুগান্তর

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।