সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
মুজিববর্ষে গ্যাসের অবৈধ সংযোগ মুক্ত করার নির্দেশ | চ্যানেল খুলনা

মুজিববর্ষে গ্যাসের অবৈধ সংযোগ মুক্ত করার নির্দেশ

চ্যানেল খুলনা ডেস্কঃ কোনও অবৈধ সংযোগ নেই– প্রতিটি গ্যাস বিতরণ কোম্পানিকে এমন ঘোষণা দিতে ফের সময় বেঁধে দেওয়া হলো। জ্বালানি বিভাগ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির আগে বিতরণ কোম্পানিগুলোকে প্রথম দফা এমন নির্দেশ দিয়েছিল। সেসময় একটি কোম্পানি ছাড়া কোনও কোম্পানি অবৈধ সংযোগ থেকে নিজেদের মুক্ত করতে পারেনি। এ দফায় জ্বালানি বিভাগ বলছে, ১৭ মার্চ থেকে শুরু হতে যাওয়া মুজিববর্ষে সব কোম্পানিকে অবৈধ সংযোগ মুক্ত ঘোষণা করতে হবে।

২০১৮ সালের ১৮ আগস্ট থেকে দেশে এলএনজি সরবরাহ শুরু হয়। ওই বছর শুরুর ‍দিকে জ্বালানি বিভাগ সব বিতরণ কোম্পানিকে অবৈধ সংযোগ মুক্ত করার ঘোষণা দিয়েছিল।

গ্যাস বিতরণ কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে অবৈধ গ্রাহক মুক্ত করতে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। এছাড়া কোনোভাবেই অবৈধ সংযোগ মুক্ত করা সম্ভব নয়। কর্মকর্তারা বলছেন, ‘নানা সময়ে অবৈধ সংযোগ থেকে মুক্ত করতে গিয়ে আমাদের লোকজন হামলার স্বীকার হয়ে আহত হয়েছেন। এভাবে সংযোগ তুলে দেওয়ার পরও দেখা গেছে আবার সংযোগ লাগিয়ে দেওয়া হয়েছে। অনেক সময়ই কোনও কোনও রাজনৈতিক দলের নেতাদের প্রত্যক্ষ ইন্ধনে এসব কাজ প্রকাশ্যে হলেও কেউ ভয়ে মুখ খুলেছে না।’

তিতাস গ্যাস বিতরণ কোম্পানির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘গত নির্বাচনের আগে এলএনজি আসার কথা বলে আমাদেরকে বলা হয়েছিল যেকোনও পন্থায় অবৈধ সংযোগ তুলে দিতে। কিন্তু আমরা যখন মাঠে কাজ করতে গেলাম তখন পরিস্থিতি অস্থিতিশীল হবে এমন চিন্তা করে আমাদের নিষেধ করা হয়েছিল। এরপর আর সেভোবে মাঠে নামা হয়নি।’

বিতরণ কোম্পানির সূত্র বলছে, হাজার হাজার আবাসিক সংযোগে যেমন গ্যাস প্রয়োজন হয় তেমনি একটি শিল্পে তার কয়েকগুণ বেশি গ্যাস ব্যবহার করে। কিন্তু শিল্পে অবৈধ গ্যাস ব্যবহারের খবর জানানোর পরও কোনও ব্যবস্থা নেওয়া হয় না। বা ব্যবস্থা নিতে গেলে চাপ প্রয়োগ করা হচ্ছে।

জ্বালানি বিভাগে সম্প্রতি অনুষ্ঠিত সমন্বয় সভার কার্যবিরণীতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ, সোনারগাঁও, ভুলতা, আড়াইহাজার এলাকার শিপ কারখানায় অবৈধ সংযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। জেলা প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিয়ে বিচ্ছিন্ন করার অভিযান পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সেই সংযোগ যাতে আবার যুক্ত করা না যায় সেজন্য বিচ্ছিন্নকৃত অবৈধ গ্যাস সংযোগ নজরদারিতে রাখারও নির্দেশ দেওয়া হয়।

জ্বালানি বিভাগের সচিব আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সব বিতরণ কোম্পানির প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায়, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে নিজেদের অবৈধ্য গ্যাস সংযোগমুক্ত কোম্পানি হিসেবে ঘোষণা দেয়। এছাড়া অন্য কোম্পানিগুলোতে দ্রুত এই ঘোষণা দেওয়ার উদ্যোগ নিতে বলা হয়েছে।

দেশের সবচেয়ে বেশি গ্যাস বিতরণকারী কোম্পানি হচ্ছে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি। এ বিষয়ে জানতে চাইলে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী আল মামুন বলেন, ‘বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি গ্রাহককে গ্যাস সরবরাহ করে তিতাস। ফলে এলাকার পরিধিও অনেক বড়। আমি দায়িত্ব নেওয়ার পর দেখছি অসংখ্য অবৈধ সংযোগ রয়েছে। প্রায় প্রতিদিনিই আমাদের টিম অভিযানে নামছে কিন্তু শেষ করাই যাচ্ছে না।’

তিনি বলেন, ‘মুজিববর্ষের মধ্যে আমরা অবৈধ সংযোগ মুক্ত বিতরণ কোম্পানি হিসেবে নিজেদের আসলেই ঘোষণা দিতে পারবো বলে মনে হয় না। তবে কমিয়ে আনার কথা জানাতে পারবো।’

প্রসঙ্গত, ঢাকা ও আশেপাশের এলাকায় গ্যাস বিতরণ কোম্পাতি তিতাসে সব থেকে বেশি অবৈধ সংযোগ রয়েছে বলে মনে করা হয়। এরপরই দেশের চট্টগ্রাম অঞ্চলে গ্যাস বিতরণ কোম্পানি কর্ণফুলীতেও অবৈধ সংযোগ রয়েছে। দু’টি কোম্পানিই নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে। তবে প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

টানাটানিতে ফেটে গেল হাসিনার পলায়নের প্রতীকী বেলুন, দগ্ধ ১১ জন বার্ন ইনস্টিটিউটে

সহনীয় বাতাস নিয়েও বায়ুদূষণের তালিকায় আজ এগিয়েছে ঢাকা

রাজধানীতে ধর্ষণের শিকার পথশিশু, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

নির্বাচন কমিশনের পদত্যাগ চাইলেন এনসিপি নেতা মাসউদ

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর গ্রেপ্তার

সিটির নামফলক খুলে নিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা, সংঘর্ষে আহত ৫০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।