সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
কেউ দুর্নীতি করলে তাকে সামাজিকভাবে বয়কট করতে হবে : সিটি মেয়র | চ্যানেল খুলনা

খুলনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

কেউ দুর্নীতি করলে তাকে সামাজিকভাবে বয়কট করতে হবে : সিটি মেয়র

চ্যানেল খুলনা ডেস্কঃনানা আয়োজনের মধ্যদিয়ে খুলনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়। গতকাল সোমবার সকালে নগরীর শহিদ হাদিস পার্কে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এ সময় দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করেন দুর্নীতি দমন কমিশনের খুলনা বিভাগীয় পরিচালক আব্দুল গফ্ফার। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, কেউ দুর্নীতি করলে তাকে সামাজিকভাবে বয়কট করতে হবে। দুর্নীতি বিরোধী কার্যক্রম যেন কেবল অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থাকে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন তা যেন প্রতিটি অফিসেই বাস্তবায়িত হয়। এজন্য প্রত্যেককেই যার যার দায়িত্ব সততা ও ন্যায়পরায়ণতার সাথে পালন করতে হবে। সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে অন্যথায় ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি তা পিছিয়ে যাবে।
প্রধানমন্ত্রী দুর্নীতিগ্রস্ত দলীয় নেতা-কর্মীদেরও ছাড় দিচ্ছেন না উল্লেখ করে তালুকদার আব্দুল খালেক বলেন, বঙ্গবন্ধু আজীবন ত্যাগ স্বীকারের মধ্যদিয়ে যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সেখানে দুর্নীতির কোন চিহ্ন থাকতে পারে না। সরকারি কর্মচারীদের বেতন ১২৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি জনসাধারণের জীবনমানের অভূতপূর্ণ উন্নতি ঘটেছে, এরপরও কেউ দুর্নীতি করলে তাকে সামাজিকভাবে বয়কট করতে হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন খুলনা বিভাগের দুদক পরিচালক মোঃ আব্দুল গফ্ফার, উপ-পরিচালক মোঃ নাজমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জিয়াউর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল মান্নান, খুলনা জেলা আউনজীবী সমিতির সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম। সামগ্রিক অনুষ্ঠান পরিচালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী শেখ আশরাফ উজ জামান ও মোঃ মনিরুজ্জামান রহিম। আরও উপস্থিত ছিলেন মিনা আজিজুর রহমান, মোঃ মিজানুর রহমান বাবু, মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, অধ্যক্ষ মোঃ জাফর ইমাম, সনাক’র এড. কুদরত-ই-খুদা, এস এম আকতার উদ্দিন পান্নু, আফজাল হোসন রাজু, মোঃ রকিব উদ্দিন ফারাজী, এস এম ইকবাল হোসেন বিপ্লব, মোঃ খলিলুর রহমান। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
পরে শহিদ হাদিস পার্কের সামনে সকলে দুর্নীতি বিরোধী মানববন্ধনে অংশগ্রহণ করেন। দিবসটি পালন উপলক্ষে সন্ধ্যায় হাদিস পার্কে দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।