সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
তৃণমূল নেতা-কর্মীদের যারা মূল্যায়ন করবে তারাই ওয়ার্ডের দায়িত্ব পাবে | চ্যানেল খুলনা

১৪ ও ২৯নং ওয়ার্ড আ’লীগের সম্মেলনে নেতৃবৃন্দ

তৃণমূল নেতা-কর্মীদের যারা মূল্যায়ন করবে তারাই ওয়ার্ডের দায়িত্ব পাবে

চ্যানেল খুলনা ডেস্কঃদলের নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী লীগকে বিশুদ্ধ করতে দলের ভেতরে ঘাপটি মেরে থাকা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে। কোন মাদক ব্যবসায়ী সন্ত্রাসী ভূমিদস্যু আওয়ামী লীগসহ কোন সহযোগী সংগঠনের সদস্য থাকতে পারবে না। নেতৃবৃন্দ বলেন, যারাই এই ধরনের সমাজ বিরোধীদের আশ্রয় দিবে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। নেতৃবৃন্দ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় দুঃখী ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন। তাই আমাদের রাজনৈতিক উদ্দেশ্য হলো সাধারণ মানুষের সেবা করা। সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়াতে হবে।
নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে আর তারই যোগ্যকন্যা আ’লীগ সভাপতি শেখ হাসিনা জনগণের ম্যান্ডেড নিয়েই পুনরায় চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
নগর আ’লীগের সভাপতি ও সিটি মেয়র বলেন, কোনো অপশক্তি আ’লীগকে দুর্বল করতে পারবে না। তিনি বলেন, বঙ্গবন্ধুকে ছাড়া এদেশ কল্পনা করা যায় না। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, তাই আজ আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশেই বসবাস করছি।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় আরসি ফুড অফিস চত্বর ও হাজী মহাসিন রোডে ১৪ এবং ২৯নং ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নেতৃবৃন্দ এসব কথা বলেন। ১৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি কাজী এনায়েত আলী আলো এবং ২৯নং ওয়ার্ড সভাপতি আব্দুল হাই পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজাহান জোমাদ্দার এবং এড. শামীম মোশাররফের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় নেত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি এবং ২৯নং ওয়ার্ডে প্রধান অতিথি ছিলেন নগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি অতিথি ছিলেন নগর আ’লীগ সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান। বক্তৃতা করেন এড. চিশতি সোহরাব হোসেন শিকদার, এম ডি এ বাবুল রানা, শেখ মোঃ ফারুক আহমেদ, মোঃ আশরাফুল ইসলাম, জামাল উদ্দিন বাচ্চু, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, ফেরদৌস আলম চাঁন ফারাজী, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, হাফেজ মোঃ শামীম, মোঃ শহিদুল ইসলাম, কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর লুৎফুন নেছা লুৎফা, প্যানেল মেয়র মেমরী সুফিয়া রহমান শুনু, শফিকুর রহমান পলাশ, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, ফয়েজুল ইসলাম টিটো, এড. আলামিন, সেখ জাহাঙ্গীর হোসেন মুকুল, অধ্যাপক ডাঃ শ্যামল দাস, জেনমিন পারভীন, হালিমা ইসলাম, দেলোয়ার হোসেন দেলো, শেখ শহিদুল ইসলাম, আশরাফুল হক মিলন, আলহাজ্ব মাহবুবুর রহমান, মরিুল ইসলাম, আঃ মান্নান মন্টু প্রমুখ।
২৯ ও ১৪নং ওয়ার্ড আ’লীগের সম্মেলনের উদ্বোধন করেন যথাক্রমে এড. মোঃ সাইফুল ইসলাম ও একেএম সানাউল্লাহ নান্নু। ১৪নং ওয়ার্ডে প্রধান বক্তা আছেন খালিশপুর থানা আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বাশার এবং ২৯নং ওয়ার্ডে প্রধান বক্তা ছিলেন সদর থানা আ’লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে ২৪নং ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে এনায়েত আলী আলো কাজী এবং সাধারণ সম্পাদক পদে মোঃ শাহজাহান জোমাদ্দার নির্বাচিত হন। অন্যদিকে ২৯নং ওয়ার্ড সম্মেলনে পুনরায় আব্দুল হাই পলাশকে সভাপতি ও এড. শামীম মোশাররফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।