সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ডেঙ্গু ও চিকনগুনিয়া জ্বরে আক্রান্ত ২১ রোগী শনাক্ত | চ্যানেল খুলনা

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জনসচেতনা বাড়ানার পরামর্শ

খুলনায় ডেঙ্গু ও চিকনগুনিয়া জ্বরে আক্রান্ত ২১ রোগী শনাক্ত

অনলাইন ডেস্কঃখুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুলাই মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সিভিল সার্জন এএসএম আব্দুর রাজ্জাক জানান, রাজধানী ঢাকাতে ডেঙ্গু ও চিকনগুনিয়া জ¦রের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। খুলনায় এ রোগে আক্রান্ত ২১ জন রোগীকে এখন পর্যন্ত শনাক্ত করা হয়েছে। যাদের অধিকাংশই সম্প্রতিকালে ঢাকা হতে খুলনায় এসেছেন। খুলনায় অবস্থানকারী কেউ এ মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়া জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তদুপরি ডেঙ্গু জ¦রের বাহক এডিস মশার জন্ম ও বিস্তাররোধে বাড়ির পাশে ফুলের টব, ছোট জলাধার ও ডাবের খোসাসহ ছোট-বড় পাত্রে স্বচ্ছপানি জমে না থাকায় বিষয় নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরও জানান, বিভাগীয় শহর খুলনায় একশ’ শয্যার শিশু হাসপাতাল নির্মাণের জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে।
খুলনা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ শরীফুল ইসলাম সভায় জানান, আকস্মিক বন্যা ও লবণ পানি প্রবেশ প্রতিরোধে বিদ্যামান বাঁধের একশ’ ৩৫টি ঝটুকিপূর্ণস্থান সনাক্ত করে মেরামতের প্রক্রিয়া চলমান আছে। খুলনা পানি উন্নয়ন বোর্ড বন্যাবিষয়ক তথ্যকেন্দ্র চালু করেছে। তথ্য কেন্দ্রের ফোন নম্বর: ০৪১-৭৬২৪০৮। সভায় খুলনা পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পোল্ডারের স্লুইসগেট ব্যবস্থাপনা আরো কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকুরিজীবীদের কর্মক্ষেত্রে শুদ্ধাচরের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন। উন্নয়ন কাজকে বিস্তৃত করার পাশাপাশি কাজের মানের বিষয়ে গুরুত্ব দিয়ে উন্নয়নকে টেকসই করা প্রয়োজন। স্থানীয় সরকার ব্যবস্থাকে জোরদার করার প্রতি গুরুত্ব দিতে হবে। এ সময় জেলা পর্যায়ের সকল দপ্তরের ই-ফাইলিং কার্যক্রম বাস্তবায়নের ওপর জোর দেন জেলা প্রশাসক। সভায় জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

ভারতে চিকিৎসকদের জন্য হাতে প্রেসক্রিপশন লেখার নতুন নিয়ম

৬৫ শতাংশ নারী পোশাককর্মীর গর্ভধারণ কিশোরী বয়সেই: আইসিডিডিআরবির গবেষণা

দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ দল ঢাকায়

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৮৬ জন, একজনের মৃত্যু

বাবা-মায়ের যে ভুলের কারণে শিশুর ঠান্ডা লাগে

আরও ৬ করোনা রোগী শনাক্ত, মৃত্যু নেই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।