সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সেই রাহীই ভাঙলেন গলার কাঁটা হয়ে ওঠা জুটি | চ্যানেল খুলনা

সেই রাহীই ভাঙলেন গলার কাঁটা হয়ে ওঠা জুটি

চ্যানেল খুলনা ডেস্কঃ ভারত সফরের টেস্ট স্কোয়াডে তার অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছিল ব্যাপক, যেমনটা উঠেছিল বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়েও। বিশ্বকাপে কোনো ম্যাচে সুযোগ না পাওয়ায় নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি আবু জায়েদ রাহী। তবে টেস্টে ঠিকই নিজের যোগ্যতার ছাপ রাখছেন ডানহাতি এ পেসার।

ইন্দোরে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে যা পরীক্ষা নেয়ার একাই নিচ্ছেন রাহী। বারবার আক্রমণে এসে ভাঙছেন জুটি, হাসি ফেরাচ্ছেন বাংলাদেশ শিবিরে। দ্বিতীয় সেশনের পুরোটা উইকেটবিহীন কাটানোর পর তৃতীয় সেশনের শুরুতেই আজিঙ্কা রাহানেকে আউট করে ভেঙেছেন চতুর্থ উইকেট জুটি।
দিনের শুরুতে রাহীর ঝলকেই ভারতকে খানিক চাপে ফেলেছিল বাংলাদেশ। পরপর দুই ওভারে চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলিকে আউট করে সকালের সেশনটা নিজেদের করার আভাস দিয়েছিলেন আবু জায়েদ রাহী। কিন্তু এরপর প্রায় চার ঘণ্টা ব্যাট করে ১৯০ রানের জুটি গড়েন মায়াঙ্ক আগরওয়াল এবং আজিঙ্কা রাহানে।

এর মধ্যে ছিলো দ্বিতীয় সেশনের পুরোটা নির্বিঘ্নে কাটিয়ে দেয়ার সময়টাও। তবে চা পানের বিরতির পর এ জুটি ভাঙতে একদমই সময় নেননি রাহী। দ্বিতীয় নতুন বল হাতে নিয়ে রাহানেকে পরিণত করেছেন থার্ড ম্যানে দাঁড়ানো তাইজুল ইসলামের ক্যাচে।

অফস্টাম্পের বাইরের রাইজিং ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে তাইজুলের হাতে ধরা পড়েন ৮৬ রান করা রাহানে। তবে ততক্ষণে ভারত নিয়ে ফেলেছে ১৫৯ রানের লিড।

রাহানে আউট হলেও নিজের ডাবল সেঞ্চুরির আশা বাঁচিয়ে রেখে খেলে যাচ্ছেন ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। এ প্রতিবেদক লেখা পর্যন্ত ৮৭ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৩১৫ রান। লিড বেড়ে দাঁড়িয়েছে ১৬৫ রানে, আগরওয়াল অপরাজিত রয়েছেন ১৬৪ রানে। তাকে সঙ্গ দিতে এসেছেন রবিন্দ্র জাদেজা।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

চট্টগ্রামে তামিমের হাতেই শেষ আয়ারল্যান্ড, সিরিজ বাংলাদেশের

খুলনায় প্রীতি ক্রিকেট ম্যাচে মর্ডান টাওয়ারের দুর্দান্ত জয়

ব্রুনাইয়ের জালে ৮ গোল বাংলাদেশের

১৩৭ বছরের পুরোনো বাড়ি ১৯৫ কোটি টাকায় কিনলেন কামিন্স

আসিফের মন্তব্যে নিন্দা জানিয়ে বিসিবিকে বাফুফের চিঠি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।