সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
ভয় পাবেন না, ডেঙ্গু হলে বিনামূল্যে চিকিৎসা দেব: সাঈদ খোকন | চ্যানেল খুলনা

ভয় পাবেন না, ডেঙ্গু হলে বিনামূল্যে চিকিৎসা দেব: সাঈদ খোকন

অনলাইন ডেস্কঃ ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসি) সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।

শনিবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে একতা সড়কের একটি বাসায় সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলামের ডেঙ্গু জ্বরে আক্রান্ত স্ত্রী সুমি আক্তারকে দেখতে এসে সাংবাদিকদের এ তথ্য জানান সাঈদ খোকন।

মেয়র বলেন, ‘সম্মানিত নাগরিকদের প্রতি আমার অনুরোধ ভয়ের কিছু নেই, আপনারা আতঙ্কিত হবেন না। নগর কর্তৃপক্ষ আপনাদের পাশে আছে। আগামীকাল থেকে প্রতিটি ওয়ার্ডে আমাদের ভ্রাম্যমাণ মেডিকেল টিম আপনাদের সেবায় কাজ করবে। কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে আমরা মেডিকেল টিমের মাধ্যমে বিনামূল্য তাদের চিকিৎসা দেব। মেডিকেল টিম ওষুধ সরবরাহ করবে। যদি কোনো নাগরিক ভ্রাম্যমাণ মেডিকেল টিমের কাছে আসতে না পারেন তাহলে আমাদের ফোন করলে স্বাস্থ্যকর্মীরা আপনাদের বাসায় চলে যাবে। আপনার একটু সচেতন থাকবেন, সবাই মিলে আমরা ডেঙ্গু মোকাবিলা করব।’

ডিএসসিসি মেয়র বলেন, আপনারা জানেন যে ডেঙ্গুর প্রাদুর্ভাব বিগত কয়েক বছরের তুলনায় এবার একটু বেশি। তাই নগর কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সকল শক্তি দিয়ে এ ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম পরিচালনা করছে। আশা করছি, অচিরেই আমরা নগরবাসীকে ডেঙ্গুমুক্ত শহর উপহার দেব।’

বিজ্ঞাপন
ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ায় ১১ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী ডিএসসিসির কাছে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানোর বিষয়ে মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমাদের একজন সম্মানিত নাগরিক ডিএসিসির কাছে ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন। সেটি আমাদের আইনজীবীরা দেখবেন। কিন্তু আমি মনে করেছি- আমার একজন সংক্ষুব্ধ নাগরিকের পাশে একজন মেয়র হিসেবে তার পাশে থাকা। সে মানবিক বোধ থেকে আমি তার পাশে দাঁড়িয়েছি। তাকে দেখতে এসেছি। আমার বোনের সঙ্গে কথা বলেছি। বোনের শারীরিক সুস্থতার খোঁজ খবর নিয়েছি। আমরা আশ্বস্ত করেছি খুব অচিরেই নগরবাসীকে ডেঙ্গু মুক্ত শহর উপহার দেব।’

এসময় মেয়রের পাশে দাঁড়িয়ে থাকা আইনজীবী তানজিম আল ইসলামের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন মেয়র এসেছেন, এখনও কি ক্ষতিপূরণ চান? প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি যে আইনি নোটিশ পাঠিয়েছি সেটি শুধু ক্ষতিপূরণ নয়, প্রতিবাদের একটি ভাষা। তাই ক্ষতিপূরণের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন। এখনও কোনো সিদ্ধান্ত নিইনি। তবে মেয়র আসায় আমি আমার পরিবার এবং নগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি যেন এভাবেই সবার পাশে দাঁড়ান।’

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

টানাটানিতে ফেটে গেল হাসিনার পলায়নের প্রতীকী বেলুন, দগ্ধ ১১ জন বার্ন ইনস্টিটিউটে

সহনীয় বাতাস নিয়েও বায়ুদূষণের তালিকায় আজ এগিয়েছে ঢাকা

রাজধানীতে ধর্ষণের শিকার পথশিশু, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

নির্বাচন কমিশনের পদত্যাগ চাইলেন এনসিপি নেতা মাসউদ

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর গ্রেপ্তার

সিটির নামফলক খুলে নিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা, সংঘর্ষে আহত ৫০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।