সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
চলমান দুর্নীতি বিরোধী অভিযানে দুর্নীতিবাজ কেউ রক্ষা পাবে নাঃপরিকল্পনামন্ত্রী | চ্যানেল খুলনা

চলমান দুর্নীতি বিরোধী অভিযানে দুর্নীতিবাজ কেউ রক্ষা পাবে নাঃপরিকল্পনামন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃপরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, রাজনীতি ও প্রশাসনে বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুদ্ধি অভিযান শুরু করেছেন। দেশের মানুষ এই অভিযানকে স্বাগত জানাচ্ছে। ঢাকা শহরসহ দেশের প্রতিটি এলাকায় অবৈধ ব্যবসার নামে যারা ক্যাসিনো ব্যবসা করছে তারা যতই প্রভাবশালী হোক না কেন কেউ ছাড় পাবে না। শেখ হাসিনার নির্দেশে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। প্রচলিত আইনে তাদের বিচার করা হবে।

শুক্রবার বেলা ১১ টায় মন্ত্রীর নির্বাচনী এলাকা দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজেন বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় অভিযান চলমান থাকবে উল্লেখ্য করে মন্ত্রী বলেন, দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও আমলা কেউ শেখ হাসিনার শুদ্ধি অভিযান থেকে রক্ষা পাবে না। তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবেই।

মন্ত্রী আরো বলেন, হাওরাঞ্চলের জনগণের জন্য নলকূপ ও স্যানিটেশনের জন্য বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে জননেত্রী শেখ হাসিনার সরকার। এই বৃহৎ প্রকল্প শুরু হয়েছে জগন্নাথপুর-দক্ষিণ সুনাগঞ্জ দিয়ে। আগামীতে সাতটি হাওর জেলাতেই এই বৃহৎ প্রকল্পটি বাস্তবায়ন হবে। তিনি বলেন, হাওরাঞ্চলের মানুষের জন্য শেখ হাসিনা নলকূপ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন স্থাপনে ৫০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছেন।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মো. নুর হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, সুনামগঞ্জে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোখলেছুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে) মো. আব্দুর রব সরকার প্রমুখ।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

‘নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক’ বলায় ছাত্রদল-শিবিরের হট্টগোল

হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

ঢাবি শিক্ষকদের হেনস্তার পর ধাওয়া দিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক

বাসা থেকে জিনিসপত্র চুরির সময় ধস্তাধস্তিকালে মা-মেয়েকে খুন করেন আয়েশা: পুলিশ

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

বেগম রোকেয়াকে ‘কাফির-মুরতাদ’ বললেন রাবি শিক্ষক মাহমুদুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।