
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগ ৪টি গ্রপে বিভক্ত হয়ে নক-আউট পদ্ধতিতে এই টুর্নামেন্টে লড়বে। ২৮ জানুয়ারি উদ্বোধনী ম্যাচ (ইএসই বনাম সিএসই) এর মাধ্যমে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২:৩০ মিনিটে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিদিন নির্ধারিত সময় অনুযায়ী খেলাগুলো অনুষ্ঠিত হবে।


