
খুলনার রূপসা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুইটি রিভলবার উদ্ধার করেছে র্যাব-৬। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার নৈহাটি এলাকায় একটি ঘর থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। বুধবার র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানিয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে র্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল রূপসা থানাধীন ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সামন্তসেনা পঁচার বটতলা গুচ্ছগ্রামে একটি ঘরে অভিযান চালায়।
এ সময় ঘরটি থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি যুক্তরাষ্ট্রে তৈরি কোল্ট মডেল ১৮৭৮ সিক্স শুটার রিভলবার।
র্যাব আরও জানিয়েছে, উদ্ধারকৃত দুটি রিভলভার উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে অস্ত্রগুলো সাধারণ ডায়েরি (জিডি) করে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।


