
বিগত সরকারের গুম, খুন সহ নির্যাতনের পর আমরা এই মূল্যবান ভোটটি ফিরে পেয়েছি বলে মন্তব্য করেছেন খুলনা-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তিনি মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে মহানগরির ১ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী গণ সংযোগ কালে এ কথা বলেন।
তিনি আরো বলেন, এই ভোটের উপর নির্ভর করছে আমাদের সন্তানদের ভবিষ্যৎ। সন্তানদের সঠিক ভবিষ্যৎ নিশ্চিত করতে ভোটকেন্দ্রে যেয়ে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।
খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল আলম হোসেন,দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক ইমাম হোসেন সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


