
সাতক্ষীরার তালা মহিলা কলেজে আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হয়। পুরোহিত বাবু অমিত আচার্য্যের বাণী অর্চনার মাধ্যমে পূজার আনুষ্ঠানিক সূচনা করেন। দেবী সরস্বতীর সৌম্য ও শুভ্র রূপ পবিত্রতার প্রতীক হিসেবে পূজামণ্ডপে ফুটে ওঠে।
সরস্বতী হিন্দুধর্মের অন্যতম প্রধান দেবী। তিনি জ্ঞান, বিদ্যা, সঙ্গীত, শিল্পকলা ও প্রজ্ঞার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পূজিত। তাঁকে ঘিরেই শিক্ষা ও সংস্কৃতির মূল চেতনা আবর্তিত হয়। বাঙালি সংস্কৃতিতে সরস্বতী পূজা একটি গুরুত্বপূর্ণ ও আনন্দঘন উৎসব। সাধারণত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে, শ্রীপঞ্চমী উপলক্ষে এ পূজা অনুষ্ঠিত হয়। এদিন শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরে ঘরে শিক্ষার্থীরা দেবীর চরণে বই-খাতা অর্পণ করে আশীর্বাদ প্রার্থনা করে। ছোট শিশুদের হাতেখড়ি দেওয়ার রীতিও প্রচলিত রয়েছে।
সরস্বতী কেবল হিন্দুধর্মেই নয়, বৌদ্ধ ও জৈন ধর্মেও জ্ঞানের দেবী হিসেবে সম্মানিত। তাঁকে ‘বাকদেবী’ বলা হয়, কারণ তিনি বাকশক্তির অধিষ্ঠাত্রী। বিশ্বাস করা হয়, তাঁর কৃপা ছাড়া কোনো বিদ্যা বা শিল্প পরিপূর্ণতা লাভ করে না।
অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ পার্শ্ববর্তী এলাকার বহু শিশু ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


