
আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল যোগিপোল ইউনিয়নে গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ) দিনব্যাপী এ গণসংযোগকালে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি ও লক্ষ্য তুলে ধরেন। এ সময় তিনি সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে ভোট ও সহযোগিতা কামনা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুহাঃ মুনতাসীর আহমাদ, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ হাসান ওবায়দুল করীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ খানজাহান আলী থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুম, সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ও মোঃ জামাল হোসেন বিশ্বাস, সেক্রেটারী মাস্টার মঈন উদ্দিন ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারী ও থানা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মুহাঃ নাজিম হাওলাদার নাঈম।
এছাড়াও উপস্থিত ছিলেন থানা আন্দোলনের নেতা মোঃ দেলোয়ার হোসেন, মামুন রাফী মাওঃ রাশেদুল ইসলাম, মোঃ আব্দুল হালিম, মোঃ আমির হোসেন, মাওঃ আব্দুল আজিজ, মাস্টার মোঃ শাকিব, যুব নেতা মোঃ মাহাতাব ইবনে রফিক, মোঃ সাইফুল ইসলাম বাপ্পি, মোঃ আজহারুল হুদা চৌধুরী, শ্রমিক নেতা মোঃ ইলিয়াস হোসেন সুজন ও ছাত্র নেতা মোঃ শাহজালালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় জনগণের মাঝে এ গণসংযোগে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে বলে দলীয় সূত্র জানিয়েছে।


