
সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই আসনে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। যা অত্র অঞ্চলের স্বাস্থ্যসেবার আমূল পরিবর্তন আনবে। এর সাথে প্রতিটি নাগরিকের জন্য চালু করা হবে বিশেষ ‘হেলথ কার্ড’। এই হেলথ কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের উন্নত ও মানসম্মত চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
রবিবার (১৮ জানুয়ারি) বাদ জোহর ১৪নং ওয়ার্ডের মুজগুন্নি আবাসিক-এর বকুলতলা ১নং সড়ক মাঠে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মেট্রোপুলিশ লাইন হাই স্কুল ইউনিট বিএনপি আয়োজিত নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ইউনিট বিএনপির সভাপতি অব. পুলিশ পরিদর্শক আব্দুল মোতালেব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
রকিবুল ইসলাম বকুল বলেন, এই আসনে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। এই হাসপাতালের বিশেষত্ব হিসেবে প্রতিটি নাগরিকের জন্য থাকবে ডিজিটাল হেলথ কার্ড সুবিধা, যার মাধ্যমে আধুনিক স্বাস্থ্যসেবা পাওয়া অনেক সহজ ও সুশৃঙ্খল হবে। স্থানীয় জনগণের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়াই তার এই পরিকল্পনার মূল লক্ষ্য।
বকুল আরো উল্লেখ করেন, এই হাসপাতাল এবং হেলথ কার্ডের সমন্বয়ে অত্র এলাকায় স্বাস্থ্যসেবায় এক অভাবনীয় ও নতুন দিগন্তের উন্মোচন ঘটবে। এলাকার মানুষের দীর্ঘদিনের উন্নত চিকিৎসার অভাব পূরণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে যা আধুনিক খুলনা বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক শেখ জাহিদ হোসেন-এর সঞ্চালনায় নাগরিক শোকসভায় উপস্থিত ছিলেন কেডিএ-এর সাবেক সচিব বাশারুল কবির, ডা. হারুনর রশীদ, ইঞ্জিনিয়ার পরিমল কুমার দাস, প্রফেসর শেখ ফজলুর রহমান, খ্রিস্টান প্রতিনিধি জোহান মন্ডল, ব্যাংকার খালিদ বাবু, স্থানীয় মন্দির কমিটির সহ-সভাপতি সুভাষ নন্দী, সাধারণ সম্পাদক সঞ্জয় নন্দী, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন, সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, খালিশপুর থানা মহিলা দলের আহবায়ক শাহনাজ সরোয়ার সহ থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি আবু সাঈদ। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।


