সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়াশার চাদরে ঢাকা মোংলা, শীতে বিপর্যস্ত জনজীবন | চ্যানেল খুলনা

কুয়াশার চাদরে ঢাকা মোংলা, শীতে বিপর্যস্ত জনজীবন

ভোরের আলো ফোটার আগেই যেন থমকে যায় মোংলা। ঘন কুয়াশার আড়ালে ঢাকা পড়ে পথঘাট। কনকনে শীত আর হিমেল বাতাসে জবুথবু হয়ে পড়ে চারপাশ। তবু জীবনের তাগিদ যেনো থামে না। প্রতিদিনের মতোই শীত উপেক্ষা করে ঘর ছাড়ছেন খেটে খাওয়া মানুষগুলো।

মোংলায় বেড়েছে তীব্রতা। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার ঘনত্ব ও হিমেল হাওয়া। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে মোংলা শহর। শীত ও কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার কারণে কয়েক হাত দূরের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না।

রবিবার (৪ জানুয়ারি) ভোর থেকে মোংলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায়। অন্য দিনের তুলনায় সড়কে মানুষের চলাচল কিছুটা কম ছিল। তবে যারা প্রয়োজনের তাগিদে বাইরে বের হয়ে, ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসে একাধিক গরম পোশাক পরেও শীতের তীব্রতা সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছিল।

এদিকে কুয়াশার কারণে অন্ধকারাচ্ছন্ন হয়েছিল মোংলার বেশ কয়েকটি এলাকা। এ সময় অনেক যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

এই প্রতিকূল পরিবেশে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষরা। কৃষিশ্রমিক, নির্মাণশ্রমিক, ভ্যানচালক কিংবা ছোট দোকানিরা সীমিত শীতবস্ত্রেই কাজে নেমেছেন। শীতের কষ্ট সত্ত্বেও জীবিকার সংগ্রামে তাদের থামার সুযোগ নেই। অনেকেই বলেন, কাজ না করলে সংসারের চুলা জ্বলে না—এই বাস্তবতাই তাদের বাইরে বের করে আনে।

তীব্র শীত আর কুয়াশার মধ্যেও উপজেলার বিভিন্ন বাজারে দেখা গেছে জীবনের স্বাভাবিক স্পন্দন। সকাল থেকেই বাজারে জমে উঠেছে কেনাবেচা। শাকসবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বেচাকেনা চলছে আগের মতোই। ঠান্ডা ঠেকাতে কেউ আগুন জ্বালিয়ে, কেউ মোটা কাপড় জড়িয়ে দোকান সামলাচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শীত মানুষের কষ্ট বাড়ালেও জীবন থেমে থাকে না। তবে দরিদ্র ও অসহায় মানুষের জন্য শীতবস্ত্র সহায়তা এবং শীতজনিত রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এবং কুয়াশা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এতে করে শিশু, বৃদ্ধ ও অসহায় মানুষদের ঝুঁকি আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

কুয়াশার চাদরে ঢাকা মোংলা, শীতে বিপর্যস্ত জনজীবন

অবশেষে উদ্ধার আটকে পড়া বাঘ, নেয়া হচ্ছে খুলনার রেসকিউ সেন্টারে

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ফকিরহাটে প্রাথমিকে শতভাগ ও মাধ্যমিকে ৮০ ভাগ বই পেয়েছে শিক্ষার্থীরা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।