সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সংসদীয় গণতন্ত্রের স্থপতি ও উদার নেতৃত্বের প্রতীক ছিলেন খালেদা জিয়া: গোলাম পরওয়ার | চ্যানেল খুলনা

সংসদীয় গণতন্ত্রের স্থপতি ও উদার নেতৃত্বের প্রতীক ছিলেন খালেদা জিয়া: গোলাম পরওয়ার

খুলনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম স্থপতি এবং দল-মতের ঊর্ধ্বে উঠে নেতৃত্ব দেওয়া একজন জাতীয় নেত্রী হিসেবে অভিহিত করে বলেন, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে উত্তরণের যে ঐতিহাসিক সূচনা বেগম খালেদা জিয়া করেছিলেন, জাতি এ জন্য চিরদিন তাঁর কাছে ঋণী থাকবে। এই স্মরণসভা শুধু শোক প্রকাশের নয়, বরং তাঁর রাজনৈতিক অবদান ও গণতান্ত্রিক চেতনার প্রতি শ্রদ্ধা জানানোর একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

বক্তারা বলেন, ক্ষমতায় থাকলে অনেক সময় অহংকার, দাম্ভিকতা ও কর্তৃত্ববাদী আচরণ নেতাদের মধ্যে দেখা যায়। কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এসবের প্রকাশ কখনো দেখা যায়নি। দেশ শাসন কিংবা দল পরিচালনা উভয় ক্ষেত্রেই তিনি ছিলেন সহজ-সরল, সাদা-সিধে জীবনযাপনে অভ্যস্ত এবং সকলকে নিয়ে চলার মতো উদার মানসিকতার অধিকারী।

শোকসভায় খুলনার উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদানের কথাও গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী থাকাকালে খুলনার বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সরাসরি সময় দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান, অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক সিদ্ধান্ত ও জননিরাপত্তার বিষয়ে তিনি তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন। খুলনার এমপিদের সঙ্গে নিয়মিত বৈঠক করে বরাদ্দ প্রদান ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তাঁর ভূমিকা খুলনাবাসী আজও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।

শোকসভা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বক্তারা আশা প্রকাশ করেন, তাঁর আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ ও উদার নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিবিদদের জন্য পথনির্দেশক হয়ে থাকবে এবং একটি মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে অনুপ্রেরণা জোগাবে।

খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় সভাপতিত্ব করেন এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন এমইউজের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও সর্বশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন এমইউজে খুলনার সহ-সভাপতি মো. নূরুজ্জামান সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা এবং সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূরের সঞ্চালনায় রাজনীতিবিদদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এস এম শফিকুল আলম মনা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর কমান্ডার মোহাম্মদ মনিরুজ্জামান মনি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা মহানগরী জামায়াতে ইসলামী’র আমীর অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগরী সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এস কে রাশেদ।

পেশাজীবীদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মাজহারুল হান্নান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, এমইউজের সাবেক সভাপতি মো. আনিসুজ্জামান, খুলনা প্রেসক্লাব আহবায়ক এনামুল হক, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, খুলনা মহানগর ড্যাব এর সাধারণ সম্পাদক ডা. মোস্তফা কামাল, খুলনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মশিউজ্জামান খান, খুলনা জেলা আইনজীবী সমিতির আহবায়ক আব্দুল্লাহ হোসেন বাচ্চু, কলেজ শিক্ষক পরিষদ সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল। বক্তৃতা করেন হিন্দু, বৈদ্ধ্য, খৃষ্টান ঐক্য ফ্রন্টের খুলনা মহানগরী সভাপতি ডা. প্রদীপ দেবনাথ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. আমিরুল ইসলাম, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এমইউজে খুলনার কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, বাংলাদেশ ফটো জার্লালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা সভাপতি এম এ হাসান, ক্রাইম রিপোর্টার্স ইউনিটির খুলনার সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, অন লাইন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন, সাবেক ছাত্রনেতা পিপি এডভোকেট তৌহিদুর রহমান তুষার, খুলনা সদর থানা বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনেতা কে এম হুমায়ুন কবীর, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাবেক ছাত্রনেতা আজিজুল ইসলাম ফারাজী, জুলাইযোদ্ধা আল শাহরিয়ার, এমইউজে খুলনার নির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাত।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সংগ্রাম করে গেছেন: বক্তারা

খালেদা জিয়ার সম্মানই বিএনপির রাজনৈতিক শক্তি: হেলাল

বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং ফ্যাসিবাদের দ্বারা নির্যাতিত দল: হেলাল

সংসদীয় গণতন্ত্রের স্থপতি ও উদার নেতৃত্বের প্রতীক ছিলেন খালেদা জিয়া: গোলাম পরওয়ার

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের সাহসী কণ্ঠস্বর, তার আদর্শেই বিএনপি এগিয়ে যাবে: মনা

খালেদা জিয়া শুধু বিএনপির নন, তিনি জনগণের নেত্রী: বকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।