
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে এবং সহিংসভাবে হত্যা করে’ তাহলে ওয়াশিংটন হস্তক্ষেপ করবে।
শুক্রবার (২ জানুয়ারি) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেন, ‘যদি ইরান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে এবং সহিংসভাবে হত্যা করে- যা তাদের রীতি, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। আমরা লকডাউন এবং লোডে আছি, যেতে প্রস্তুত। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ!’
আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, ফার্স নিউজ এজেন্সি ও মানবাধিকার গোষ্ঠী হেঙ্গাও বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে হতাহতের খবর দিয়েছে। দক্ষিণ-পশ্চিম ইরানের লর্ডেগান শহরে দুইজন নিহত হয়েছে, আজনাতে তিনজন এবং কুহদাশতে একজন নিহত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে ফার্স নিউজ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, চাহারমহল এবং বাখতিয়ারির লর্ডেগান এলাকায় ১৫০ জনেরও বেশি লোক জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিচ্ছিল এবং সরকারি ভবনে পাথর নিক্ষেপ করেছিল।
কর্মকর্তা বলেন, ‘পুলিশ হস্তক্ষেপ করার পর কিছু বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়, এতে বেশ কয়েকজন কর্মকর্তা আহত হন। সংঘর্ষের সময় দুইজন নিহত হন।’
তেহরানের বাজারে বিদেশি মুদ্রার বিপরীতে ইরানি রিয়ালের দাম নিম্নমুখী হওয়ার মধ্যে গত ২৮ ডিসেম্বর বিক্ষোভের খবর পাওয়া যায়।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও জনসাধারণের অসন্তোষ স্বীকার করে বলেছেন, বর্তমান অর্থনৈতিক সমস্যার জন্য সরকার দায়ী। কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন যুক্তরাষ্ট্রের মতো বহিরাগতদের দোষারোপ না করেন।


