
মাগুরার শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অসহায়, এতিম ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার উপজেলার সমাজ সেবা অফিস প্রাঙ্গন সহ উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও ভূমিহীনদের মাঝে এ কম্বল বিতরণ করেন, শালিখা উপজেলা নির্বাহী অফিসার জনাব বনি আমিন। উপজেলার আড়পাড়া, বুনাগাতী, গঙ্গারামপুর, শতখালী, ধনেশ্বরতী, তালখড়ি সহ উপজেলার বিভিন্ন এলাকার এতিম ও অসহায়দের হাতে কম্বল তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত, সমাজ সেবা অফিসার মোছাঃ নাছিমা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লাল্টু মিয়া।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন বলেন, আপনারা যানেন গত কয়েকদিন ধরে আমরা বিভিন্ন এতিম খনা,অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রায় ২ হাজার কম্বল বিতরণ করছি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে কম্বল এসেছে, সেই কম্বল বিতরণ করা হচ্ছে৷ এ কম্বল বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে৷শীতের মধ্যে সরকারি কম্বল পেয়ে অসহায় মানুষ বেশ খুশী।


