
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বিভাগীয় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান রবিবার সকালে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক কানিজ ফাতেমা লিজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আলীমুজ্জামান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ জুলফিকার আলী খান।
খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বয়সভিত্তিক খেলোয়াড় বাছাই কমিটির চেয়ারম্যান জনাব মোল্লা খায়রুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বয়সভিত্তিক খেলোয়াড় বাছাই কমিটির সদস্য সচিব শাহ্ আসিফ হোসেন রিংকু, এস এম জাকির হোসেন রিপন, মোঃ সাইফুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মিজানুর রহমান টিংকুসহ অংশগ্রহণকারী বিভিন্ন দলের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, বয়সভিত্তিক এই ধরনের টুর্নামেন্ট ভবিষ্যৎ ক্রিকেটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার পথ সুগম করবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের শৃঙ্খলা, ক্রীড়ানৈপুণ্য ও পারফরম্যান্সের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।


