
চিকিৎসা প্রযুক্তি ও উদ্ভাবনী গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং তাইওয়ানের ন্যাশনাল চেং কুং ইউনিভার্সিটি-এর মেডিকেল ডিভাইস ইনোভেশন সেন্টার-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয়ের দপ্তরে দ্বিপাক্ষিক এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কুয়েটের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এবং তাইওয়ানের ন্যাশনাল চেং কুং ইউনিভার্সিটি-এর পক্ষে মেডিকেল ডিভাইস ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. ফং-চিন সু এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে থেরাপিউটিক ফুটওয়্যার (চিকিৎসা সংক্রান্ত জুতো), ফুট অর্থোটিক্স, হিউম্যান মুভমেন্ট বায়োমেকানিক্স এবং স্মার্ট ওয়্যারেবল সিস্টেমের মতো অত্যাধুনিক ক্ষেত্রগুলোতে যৌথ গবেষণা ও উন্নয়ন নিশ্চিত করা হবে। সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ বৈজ্ঞানিক সেমিনার আয়োজন এবং বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা বলেন, কুয়েটের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ফুটওয়্যার ও ম্যাটেরিয়াল সায়েন্সের দক্ষতার সাথে এনসিকেইউ-এর বায়োমেকানিক্স ও মেডিকেল ডিভাইস উন্নয়নের সমন্বয় বাংলাদেশের চিকিৎসা সরঞ্জাম উদ্ভাবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। বিশেষ করে ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষায়িত ফুটওয়্যার এবং কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ সংক্রান্ত গবেষণায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ গোলাম কাদের, এবং সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


