সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় জাতীয় ছাত্রশক্তির জেলা কমিটি ঘোষণায় তীব্র প্রতিবাদ | চ্যানেল খুলনা

খুলনায় জাতীয় ছাত্রশক্তির জেলা কমিটি ঘোষণায় তীব্র প্রতিবাদ

জাতীয় ছাত্রশক্তির খুলনা জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংগঠনের ভেতরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। পক্ষপাতদুষ্ট ও অস্বচ্ছ প্রক্রিয়ায় কমিটি ঘোষণার অভিযোগ এনে জেলা কমিটির বেশ কয়েকজন নেতা প্রতিবাদলিপি দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি ঘোষিত জেলা কমিটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে—গঠনতন্ত্র অবমাননা, স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া উপেক্ষা এবং পকেটনির্ভর নেতৃত্ব চাপিয়ে দেওয়ার। এতে ক্ষুব্ধ স্থানীয় নেতাকর্মীরা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে লিখিত প্রতিবাদ জানান।

জেলা কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়েছে, “জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্ররাজনীতিতে যে নতুন পরিবর্তন ও সাংগঠনিক শৃঙ্খলার সূচনা হয়েছিল, তা উপেক্ষা করে খুলনা জেলা কমিটি গঠনের ক্ষেত্রে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যোগ্য, পরিশ্রমী ও সক্রিয় ছাত্রদের মূল্যায়ন না করে চাপিয়ে দেওয়া এ ধরনের কমিটি কখনোই সংগঠনের অগ্রযাত্রা এগিয়ে নিতে পারে না।”

প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়, ঘোষিত কমিটির বেশ কয়েকজন সদস্য ইতোমধ্যেই প্রতিক্রিয়া জানিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, যা পরিস্থিতির গুরুত্ব আরও স্পষ্ট করে।

নেতারা অভিযোগ করেন, কমিটি ঘোষণার প্রক্রিয়ায় স্থানীয় নেতৃত্বের মতামত নেওয়া হয়নি, বরং গঠনতন্ত্র বিরোধীভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে।

প্রতিবাদলিপিতে দাবি জানানো হয়েছে— ঘোষিত খুলনা জেলা কমিটি অবিলম্বে, অর্থাৎ আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্থগিত করতে হবে। অন্যথায় নেতা–কর্মীরা সংগঠনের স্বার্থে “কঠোর ও চূড়ান্ত সিদ্ধান্ত” নিতে বাধ্য হবেন বলে উল্লেখ করেছেন।

জেলা কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেছেন মহরম হাসান মাহিম।

এ ছাড়াও অনুলিপি পাঠানো হয়েছে—

সাংগঠনিক সম্পাদক (দক্ষিণ অঞ্চল), জাতীয় ছাত্রশক্তি

বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জাতীয় ছাত্রশক্তি

ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের কাছে

কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খালিশপুরের ৯নং ওয়ার্ডে হাতপাখা প্রার্থীর গণসংযোগ

খুলনায় ধানের শীষের গণজোয়ার দেখে প্রতিপক্ষ দিশেহারা: বকুল

জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ‘হ্যাঁ’ এবং ‘দাঁড়িপাল্লা’র বিজয় নিশ্চিত করতে হবে

মহারাজপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের মহিলাদের নির্বাচনী জনসভা

২৭ নং ওয়ার্ডে খুলনা ২ আসনের হাতপাখার প্রার্থীর গণসংযোগ

ধর্মের নামে ধোকা দিয়ে ভোট চাওয়ার দিন শেষ : রকিবুল ইসলাম বকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।