
সাতক্ষীরার তালায় বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সংগ্রাম ক্লাব এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে দোহার-আমড়াডাঙ্গা মুফতি আবুল হাসান দোহারীর মাদ্রাসা মাঠে আয়োজিত এ ক্যাম্পকে কেন্দ্র করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। শুভ উদ্বোধন করেন তালা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ খলিলুর রহমান।
সংগ্রাম ক্লাবের সভাপতি মোঃ কহিনুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন এস এম মশিউর রেজা (বিল্টু), গোলদার আশরাফুল ইসলাম, ডাঃ মোঃ আমিরুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক, মোঃ রফিকুল ইসলাম, শেখ সেকেন্দার আলী, আব্দুল্লাহ আল মামুন ও মোঃ মইনুল ইসলাম প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে অসুস্থ মানুষের সেবা প্রদান করেন ডাঃ শাহিনুর ইসলাম, ডাঃ মোঃ মহিদুজ্জামান ও ডাঃ মোঃ হারুণ-অর-রশিদ। পরে রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসকদের পরামর্শমতে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।


