
খুলনায় ৮ হত্যামামলাসহ ১২ মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে ‘চিংড়ি পলাশ’কে গ্রেপ্তার করেছেন র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।
গতকাল রোববার রাত ৯টার দিকে যশোর শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পলাশ তালুকদার খুলনা ও আশপাশের জেলাগুলোর চিংড়ি মাছের ঘের থেকে চাঁদা আদায় করতেন এবং চাঁদা না দিলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। সে কারণে তিনি ‘চিংড়ি পলাশ’ নামে বেশি পরিচিতি পান।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক সাংবাদিকদের বলেন, সন্ধ্যার পর পলাশ তার লোকজন নিয়ে যশোর শহরের শংকরপুরের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছিল।
এ ব্যাপারে গোপন তথ্য পেয়ে র্যাবের একটি টিম তাকে গ্রেপ্তার করে।
র্যাব কমান্ডার আরও জানান, পলাশের বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা থানায় ৮টি হত্যা মামলা আছে। এছাড়া মাদক, মারামারি, চাঁদাবাজি ও বিস্ফোরণের আরও চারটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
এর আগে ২০২৪ সালের ২৯ ডিসেম্বর পলাশ স্ত্রীসহ আটক হয়েছিলেন যৌথবাহিনীর হাতে। মাস চারেক আগে জামিনে বেরিয়ে এসে তিনি আবার চাঁদাবাজি শুরু করেন বলে অভিযোগ রয়েছে।


