সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
গ্লোরিয়াস আইটি'র ১১ বছর পূর্তি উদযাপন | চ্যানেল খুলনা

গ্লোরিয়াস আইটি’র ১১ বছর পূর্তি উদযাপন

দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানি গ্লোরিয়াস আইটি গতকাল রবিবার তাদের গৌরবময় ১১ বছর পূর্তি উদযাপন করেছে নানা আয়োজনের মধ্য দিয়ে। রাজধানী ঢাকা ও খুলনায় অবস্থিত প্রতিষ্ঠানটির দুটি শাখায় দিনব্যাপী ছিল আনন্দঘন পরিবেশ, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও অভিজ্ঞতা বিনিময় পর্ব।
২০১৪ সালের ২৭ নভেম্বর যাত্রা শুরু করা গ্লোরিয়াস আইটি আজ দেশের প্রযুক্তিখাতে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি সারাদেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, কর্পোরেট অফিস ও শিল্পপ্রতিষ্ঠানকে কাস্টমাইজড একাউন্টিং সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিস প্রদান করে আসছে। তাদের তৈরি সফটওয়্যার সমাধান ইতোমধ্যেই হাজারো উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে ডিজিটাল অগ্রযাত্রায় এগিয়ে যেতে সহায়তা করছে।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (CEO) অনুষ্ঠানে বলেন, “আমরা গ্লোরিয়াস আইটিতে বিশ্বাস করি — প্রযুক্তি কেবল পণ্য নয়, এটি সেবার একটি রূপ। আগামীতে আরও আধুনিক প্রযুক্তি ও ব্যবহারবান্ধব সফটওয়্যার সমাধান নিয়ে দেশীয় বাজারে নতুন দিগন্ত উন্মোচন করাই আমাদের লক্ষ্য।”
গ্লোরিয়াস আইটি বর্তমানে ঢাকা ও খুলনায় দুটি শাখার মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি যুব উন্নয়ন অধিদপ্তর, হাইটেক পার্ক কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে স্কিল ডেভেলপমেন্ট ও আইটি প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করছে। এতে দেশের তরুণ প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।
গত ১১ বছরে প্রতিষ্ঠানটি শতাধিক প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছে এবং দেশের আইটি সেক্টরে নতুন উদ্যোক্তা তৈরিতেও ভূমিকা রাখছে। গ্লোরিয়াস আইটির কর্মকর্তারা জানান, আগামী বছরগুলোতে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারে সফটওয়্যার এক্সপোর্টের ক্ষেত্রেও নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চায়।
অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথি, পার্টনার ও কর্মীদের মধ্যে স্মারক বিতরণ করা হয়। সবাই গ্লোরিয়াস আইটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের আইটি খাতের উন্নয়নে তাদের অবদান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

গ্লোরিয়াস আইটি’র ১১ বছর পূর্তি উদযাপন

জলবায়ু প্রস্তুতি জোরদারে খুলনায় আঞ্চলিক ‘ক্লাইমেট অ্যাপ্লিকেশন ফোরাম’ অনুষ্ঠিত

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধন

বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক

খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষাসমূহ সুষ্ঠুভাবে সম্পন্নে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে উপাচার্যের মতবিনিময়

কুয়েটে “কোর্স প্রোফাইল প্রিপারেশন এন্ড সিও-পিও অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।