সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বৈশ্বিক উষ্ণতা রোধে বড় চ্যালেঞ্জ | চ্যানেল খুলনা

কপ- ৩০ সম্মেলন

বৈশ্বিক উষ্ণতা রোধে বড় চ্যালেঞ্জ

ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩০ কোনো বড় ধরনের ইতিবাচক অগ্রগতি ছাড়াই সমাপ্তির দিকে এগোচ্ছে। আগামী ২১ নভেম্বর শেষ হতে যাওয়া এ সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ, ক্ষতিপূরণ, জলবায়ু অর্থায়ন ও বন সংরক্ষণ সব ক্ষেত্রেই অগ্রগতির চেয়ে প্রতিশ্রুতি বেশি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র ঘোষণা দিয়ে পৃথিবীর উত্তাপ কমবে না। প্রয়োজন তাৎক্ষণিক অর্থ ছাড়, জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাসে রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রাকৃতিক সমাধানে বিনিয়োগ বাড়ানো। তারা বলছেন, মানবজাতির সামনে বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণ এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এবারের সম্মেলনে বন সংরক্ষণ তহবিল ও জলবায়ু-স্বাস্থ্য খাতে অর্থ বরাদ্দসহ কয়েকটি উদ্যোগ দেখা গেলেও তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। অর্থ ছাড়ের গতি সন্তোষজনক নয় বলেও মন্তব্য বিশেষজ্ঞদের।
কপ-৩০এ গৃহীত ‘Baku to Belém Roadmap’এ ২০৩০ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন ও ক্ষতিপূরণে বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার মোবিলাইজের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত অর্থপ্রবাহ লক্ষ্য মাত্রার ৪৫ শতাংশেই রয়েছে।
সম্মেলনে কপ-৩০ প্রেসিডেন্ট আন্ত্রে করেয়া মেকে বলেন, “সরকার, বেসরকারি খাত ও সিভিল সোসাইটিকে একসঙ্গে কাজ করতে হবে।”
ইউএনএফসিসিসি নির্বাহী সচিব সাইমন স্টিল জলবায়ু কার্যক্রমকে মানুষের বাস্তব জীবনের সাথে যুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনেক উন্নয়ন ঋণকে জলবায়ু অর্থায়ন হিসেবে দেখানো হচ্ছে এ অভিযোগ তুলে একটি বৈশ্বিক সংজ্ঞা নির্ধারণের দাবি জানিয়েছে বিশেষজ্ঞরা। অর্থ বরাদ্দে বন সংরক্ষণ, প্রকৃতি-ভিত্তিক সমাধান, স্বাস্থ্য-জলবায়ু সমন্বয়, ক্ষতিপূরণ ও নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রধিকার দেওয়ার প্রস্তাব এসেছে।
এবারের সবচেয়ে বড় ঘোষণা হলো Tropical Forests Forever Facility (TFFF) এর আওতায় ৫.৫ বিলিয়ন ডলারের তহবিল গঠন। ৫৩টি দেশ এতে প্রাথমিকভাবে যুক্ত হয়েছে। এ ছাড়া জলবায়ুস্বাস্থ্য উদ্যোগে ৩০০ মিলিয়ন ডলার, যুক্তরাজ্যের ১৬.৯ মিলিয়ন পাউন্ড বন মনিটরিং প্রযুক্তিতে, কঙ্গো বেসিনে ২.৫ বিলিয়ন ডলার প্রতিশ্রুতি এবং ব্রাজিলের ১০ মিলিয়ন হেক্টর অ্যামাজন বন পুনরুদ্ধারের ঘোষণা এসবই আলোচনায় ছিল। তবে অধিকাংশ ঘোষণা এখনও প্রতিশ্রুতিতেই সীমিত।
ক্ষতিপূরণ তহবিল (Loss and Damage Fund) নিয়ে নতুন বড় কোনো অগ্রগতি হয়নি। তবে বাংলাদেশ, ফিজি, পাকিস্তানসহ ঝুঁকিপূর্ণ দেশগুলো বছরে কমপক্ষে ১০০ বিলিয়ন ডলারের দাবি তুলেছে।
সম্মেলনে উপস্থিত বাংলাদেশের প্রতিনিধি ও পরিবেশ বিশেষজ্ঞরা জানান, উন্নত দেশগুলো প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে।
অন্তবর্তী সরকারের মৎস্য ও প্রাণি সম্পদ-বিষয়ক উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য ফরিদা আক্তার বলেন, এটি উন্নত ও স্বল্পোন্নত দেশগুলোর মধ্যকার এক চলমান সংগ্রাম। কার্বন নিঃসরণ কমানোই এখন প্রধান দাবি। দূষণকারীরা যখন অবাধে নিঃসরণ চালিয়ে যাচ্ছে, তখন শুধু প্রকল্পভিত্তিক তহবিল এনে লাভ নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশ ন্যায়সংগত ও অন্তর্ভুক্তিমূলক জলবায়ু কর্মকান্ড এগিয়ে নেয়ার নেতৃত্ব দিতে প্রস্তুত। এ সময় তিনি ক্ষয়ক্ষতি, অভিযোজন এবং জলবায়ু অর্থায়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
কপ-৩০ সম্মেলন স্থলের বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত ‘হিট স্ট্রেস ইন ঢাকা: ক্লাইমেট রেজিলিয়ন্সে সলিউশন’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী অভিযোজন অর্থায়ন তিনগুণ বৃদ্ধির দাবি তোলেন।
এছাড়া সিপিআরডির নির্বাহী প্রধান মো. শামসুদ্দোহা বলেন, স্পষ্ট রোডম্যাপ ও স্বচ্ছ প্রতিবেদন ব্যবস্থা ছাড়া কপ-৩০ অসম্পূর্ণ থেকে যাবে।”
এদিকে কপ-৩০ তে যোগ দেয়া পরিবেশ গবেষক ও নেতৃবৃন্দের মতে, ২০২৫ হবে সবচেয়ে উষ্ণ বছর। গত ১২ মাসে পৃথিবীর গড় তাপমাত্রা শিল্পযুগের আগের তুলনায় ১.৫৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। বিশ্ব আবহাওয়া সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, প্যারিস চুক্তির সীমা পুরোপুরি অতিক্রম না করলেও বর্তমান প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক।

https://channelkhulna.tv/

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

ভবিষ্যতের খাদ্যব্যবস্থা গড়ার বৈশ্বিক অঙ্গীকার

বেলেমের কপ-৩০-এ ন্যায়ভিত্তিক জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের

কপ ৩১ আয়োজনের দায়িত্ব পেল তুরস্ক

বৈশ্বিক উষ্ণতা রোধে বড় চ্যালেঞ্জ

জলবায়ু অর্থায়নে বাড়ছে মতপার্থক্য, কপ৩০-এ বাংলাদেশের উদ্বেগ

দুই ধাপে চুক্তি সম্পন্ন করতে চায় ব্রাজিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।