সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জলবায়ু বিপর্যয় ঠেকাতে বৈশ্বিক নেতৃত্বের চূড়ান্ত চ্যালেঞ্জ কপ৩০ | চ্যানেল খুলনা

বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন

জলবায়ু বিপর্যয় ঠেকাতে বৈশ্বিক নেতৃত্বের চূড়ান্ত চ্যালেঞ্জ কপ৩০

বৈশ্বিক জলবায়ু সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক নেতাদের জন্য এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের বেলেমের কপ৩০ সম্মেলন। বন উজাড়, তাপপ্রবাহ, খরা ও জীবাশ্ম জ্বালানি নির্গমনের ক্রমবর্ধমান প্রভাবে বিশ্ব এখন অতিসংবেদনশীল অবস্থায় এবং বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা এখন সবচেয়ে জরুরি। সম্মেলনে অংশগ্রহণকারীরা প্যারিস চুক্তির ধারা ৬-এর বাস্তবায়ন, কার্বন মার্কেট এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করছেন।

এ দিকে জলবায়ু সম্মেলন শুরুর চার দিনের মাথায় বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বিশ্বের প্রায় ক্লাইমেট ইস্যুতে জলবায়ু সম্মেলনে বরাবরই শক্তিশালী ভূমিকা রাখে বাংলাদেশ। গতবারও আজারবাইজানের বাকুতে কপ২৯ বাংলাদেশের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ওই সম্মেলনে তার বক্তৃতা সারা বিশ্বকে আকৃষ্ট করে। তার আগের বছর দুবাইতে অনুষ্ঠিত সম্মেলনে নেতৃত্ব দেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এবার সরকার প্রধান কপ৩০ যোগ দেননি। লিড মিনিস্ট্রি পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কিংবা তার মন্ত্রণালয়ের সচিবও যোগ দেননি। এবারই প্রথম জলবায়ু সম্মেলনে যুক্ত হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বাংলাদেশকে লিড দিচ্ছেন।

গত বুধবার জলবায়ু পরিবর্তনের তথ্য অখণ্ডতা সংক্রান্ত ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে। এতে প্রথমবারের মতো জলবায়ু সংক্রান্ত বিকৃত তথ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য সবাই আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। ১২টি দেশ স্বাক্ষরিত এই ঘোষণাপত্রে সরকার, ব্যবসায়ী এবং শিক্ষাবিদদের সঠিক তথ্য প্রচার এবং জলবায়ু সঙ্কটকে অস্বীকারকারী এবং পরিবেশ বিজ্ঞান ও পরিবেশ সাংবাদিকতার ওপর আক্রমণের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানানো হয়েছে। এই ঘোষণাপত্রে প্রতিটি দেশকে একটি শক্তিশালী মিডিয়া ইকোসিস্টেমকে সমর্থন করা, জলবায়ু সমস্যা সম্পর্কে সঠিক তথ্য ও সংবাদ প্রচার করতে সবাইকে সমান অ্যাক্সেস দেয়া, তথ্যের অখণ্ডতা প্রচারের ক্ষমতা বৃদ্ধি করতে, ভুল তথ্য ও দায়িত্বজ্ঞানহীন বিজ্ঞাপন প্রতিরোধে বৃহৎ প্রযুক্তি সম্মিলিতভাবে কাজ করতে সম্মত হয়েছে। এখন পর্যন্ত স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছে ব্রাজিল, কানাডা, চিলি, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন, উরুগুয়ে, নেদারল্যান্ডস ও বেলজিয়াম। আন্তর্জাতিক মিডিয়া কনটেন্ট ওয়াচডগ কোয়ালিশন অ্যাগেইনস্ট ক্লাইমেট ডিসইনফরমেশন এবং পরিবেশ ও গণতন্ত্রকেন্দ্রিক গবেষণা সংস্থা অবজারভেটরি ফর ইনফরমেশন ইন্টিগ্রিটির সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে যে, ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মিডিয়া এবং অনলাইনে প্রচারিত কপ-সম্পর্কিত বিভ্রান্তির পরিমাণ ২৬৭% বৃদ্ধি পেয়েছে। অপর দিকে কপ৩০ প্রেসিডেন্সির উন্মুক্ত পূর্ণাঙ্গ ‘স্টকটেক’ মাত্র তিন মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। পরবর্তীতে আরো পরামর্শের প্রয়োজন বলে ঘোষণা করা হয় এবং ‘স্টকটেক’ শনিবার পর্যন্ত স্থগিত করা হয়। এই নিয়ে গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার অতিরিক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

সরকারের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন এনজিও প্রতিনিধি, জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞ এবং গণমাধ্যম কর্মীরা অংশ নিয়েছেন এই সম্মেলনে। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদ ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার জানান, বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানি ব্যবস্থা সঙ্ঘাত, দখলদারিত্ব এবং জলবায়ু সঙ্কটের সাথে গভীরভাবে জড়িত। যুক্তরাজ্যভিত্তিক কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরির গবেষণায় দেখা গেছে, বিশ্বের সমগ্র সামরিক বাহিনী বিশ্বব্যাপী মোট গ্রিনহাউজ গ্যাসের কমপক্ষে ৫.৫% এর জন্য দায়ী।

কপ৩০ জলবায়ু সম্মেলনে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর সতর্ক করেছেন যে, ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রভাব ও নিপীড়নের আশঙ্কায় বিল গেটস জলবায়ু সঙ্কট নিয়ে তার অবস্থান থেকে সরে যেতে পারেন। তিনি বিল গেটসের নতুন অবস্থানকে ‘মূর্খতা’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ট্রাম্প নবায়নযোগ্য জ্বালানি থেকে মুখ ফিরিয়ে জীবাশ্ম জ্বালানির প্রচার করে মার্কিন অর্থনীতির মারাত্মক ক্ষতি করছেন।

আন্তর্জাতিক এনার্জি সংস্থা (ওঊঅ) তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে যে, আগামী দশকে নবায়নযোগ্য জ্বালানি বিশ্বের প্রধানতম শক্তি উৎসে পরিণত হবে এবং জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা এখন ‘অনিবার্য’।

বিশেষজ্ঞরা বলছেন, কম-কার্বন জ্বালানি ব্যবস্থায় রূপান্তর টেকসই ভবিষ্যতের একমাত্র পথ। অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনালের ডেভিড টং কপ৩০ সম্মেলনে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন ‘দ্রুত, ন্যায্য ও অর্থায়ননির্ভরভাবে জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধের’ জন্য ঐক্যবদ্ধ হতে।

জানা যায়, ব্রাজিলে অনুষ্ঠিত কপ৩০ সম্মেলনের আগে দেশগুলো যে নতুন নির্গমন হ্রাস পরিকল্পনা জমা দিয়েছে, তা জলবায়ু সঙ্কট মোকাবেলায় খুবই সীমিত প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ৩০ সম্মেলনের চতুর্থ দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত ‘প্যারিস চুক্তির ধারা ৬ : নির্গমন হ্রাসের পথ’ শীর্ষক সেশনে আন্তর্জাতিক সহযোগিতা, কার্বন মার্কেট এবং নির্গমন হ্রাসের বাস্তবসম্মত কৌশল নিয়ে আলোচনা হয়।

সেশন চেয়ার ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ এবং পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো: জিয়াউল হক। প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন শরীফ জামিল ও মো: আলী আহমেদ, যারা আঞ্চলিক ও বৈশ্বিক দৃষ্টিকোণ শেয়ার করেন। একই অনুষ্ঠানে ‘ঘধঃঁৎব ধহফ ঈষরসধঃব ঈযধহমব’ ম্যাগাজিনের উদ্বোধন করা হয়। ধারা ৬.২ ও ৬.৪ অনুযায়ী স্বচ্ছ কার্বন বাণিজ্য ব্যবস্থা ও সহযোগিতামূলক পদ্ধতি নিয়ে আলোচনায় গুরুত্বারোপ করা হয়, যা বাংলাদেশের আন্তর্জাতিক জলবায়ু উদ্যোগে নেতৃত্ব ও টেকসই উন্নয়নে প্রতিশ্রুতি আরো দৃঢ় করবে।

বেলেমে অনুষ্ঠিত কপ৩০ জলবায়ু সম্মেলন শুরুর জন্য পাঁচ হাজার আদিবাসী কর্মী, বন রক্ষাকারী এবং অন্যান্য নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে ১০০টিরও বেশি নৌকার একটি জলবায়ু ন্যায়বিচারের ফ্লোটিলা দল আয়োজক শহরে পৌঁছেছে, এটি মূল জলবায়ু আলোচনার পাশাপাশি চলতে থাকবে। সম্মেলনে যুক্তরাজ্য, ইইউ ও জার্মানির নেতারা উপস্থিত থাকলেও চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুপস্থিত ছিলেন। এখন সবার একটাই প্রশ্ন- কপ৩০ কি এই বৈশ্বিক লক্ষ্য অর্জনে সফল হবে?

ধরিত্রি রক্ষায় আমরা (ধরা) সদস্যসচিব শরীফ জামিল বলেন, সাম্প্রতিক সময়ের অন্যান্য জলবায়ু সম্মেলনের মতো ব্রাজিলেও বড় অর্থনীতির দেশগুলো জলবায়ু ন্যায্যতায় প্রতিবন্ধকতা তৈরি করতে নানামুখী প্রচেষ্টা চালাচ্ছে। এনডিসি পর্যবেক্ষণের নতুন ব্যাবস্থাপনা কিংবা কার্বন মার্কেট মেকানিজমকে আলোচনার প্রাধান্যে নিয়ে আসা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর দূষণ চালিয়ে যাওয়ার কূটকৌশলের অংশ। ইতোমধ্যে নির্ধারিত বৈশ্বিক লক্ষ্য থেকে জাতিগুলো বিচ্যুত হয়েছে। তাই নতুন কোনো গ্রহণযোগ্য লক্ষ্য অর্জন করতে কপ৩০ এ অনেক কার্যকর প্রচেষ্টা চালাতে হবে।

https://channelkhulna.tv/

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

জলবায়ু বিপর্যয় ঠেকাতে বৈশ্বিক নেতৃত্বের চূড়ান্ত চ্যালেঞ্জ কপ৩০

ব্রাজিলে কপ-৩০ সম্মেলনে আদিবাসীদের বিক্ষোভ

কপ-৩০ জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার নেতৃত্বে ১২ জনের দল

সরকারি প্রতিষ্ঠানকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের নির্দেশ

ক্ষতিগ্রস্তদের টেকসই আবাসনে ইউএন-হ্যাবিট্যাটকে আহ্বান প্রধান উপদেষ্টার

১১৬ বিলিয়ন ডলার না পেলে এনডিসি ৩.০ বাস্তবায়ন কঠিন : পরিবেশ উপদেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।