
বাগেরহাটের ফকিরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টায় র্যালি উপজেলা বিএনপির কার্যালয় চত্ত¡র থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিমের পরিচালনায় এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মেহেদী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফকির শহিদুল আলম, সাবেক যুগ্ম আহবায়ক মো: কবির হোসেন, বিএনপি নেতা মোড়ল সা।পিুল ইসলাম, এম এ আওয়াল, মাহবুবুর রহমান, হুসাইন মোহম্মদ জিয়া, মো: আলীবুদ্দিন, মুশফিকুর রহমান, মো: মিজানুর রহমান, কৃষকদলের সভাপতি শেখ ফিরোজ হোসেন, সাধারন সম্পাদক জাকির মোড়ল, ছাত্রদল নেতা শাহরিয়ার রাব্বিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মি উপস্থিত ছিলেন।


