খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ডিজিটাল সাংবাদিকতায় এআই টুলের ব্যবহার’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে কর্মশালাটি শুরু হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান, প্রথম আলোর ডিজিটাল সেকশনের সিনিয়র ম্যানেজার (অ্যাড অপারেশন) এ. এফ. এম. খায়রুল বাশার, প্রথম আলো খুলনা অফিস প্রধান উত্তম মণ্ডল এবং প্রথম আলো ডিজিটাল টিমের মানিক হাসান তানভির ও সাকিবুল আলম।
অনুষ্ঠানের শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরীফুল ইসলাম। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসেন।
প্রথম আলো ও গুগলের এই যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালাটি দেশের ছয়টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে পরিচালিত এই কর্মশালায় গুগলের অন্তর্ভুক্ত পাঁচটি এআই অ্যাপ্লিকেশন- জেমিনি এআই, পিনপয়েন্ট, নোটবুকএলএমসহ আরও কিছু টুলের ব্যবহার, যাচাই-বাছাই (ভেরিফিকেশন) এবং ডিজিটাল সাংবাদিকতায় এসব টুলের প্রভাব ও প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আধুনিক সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করছে। এর মাধ্যমে তথ্য যাচাই, কনটেন্ট তৈরি ও বিশ্লেষণ আরও গতিশীল হচ্ছে। ভবিষ্যতের সংবাদমাধ্যমকে এটি আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য করে তুলবে।
কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের বিভিন্ন বর্ষের প্রায় ৭৪ জন শিক্ষার্থীসহ সব শিক্ষক উপস্থিত ছিলেন।