ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ব্যাট-বলে অবিশ্বাস্য ধারাবাহিকতার পুরস্কার পেলেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। আইসিসির সর্বশেষ প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়ে বোলার ও অলরাউন্ডার উভয় তালিকাতেই বিশাল লাফ দিয়েছেন তিনি।
বুধবার (২২ অক্টোবর) আইসিসির সাপ্তাহিক হালনাগাদে দেখা যায়, বোলারদের র্যাঙ্কিংয়ে রিশাদ ৬৫ ধাপ এগিয়ে ৬৮তম স্থানে উঠে এসেছেন। একইসঙ্গে বর্তমান ৪৩০ রেটিং পয়েন্ট রিশাদের ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ। এ ছাড়া ওয়ানডের অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও ক্যারিয়ারসেরা রেটিং ১৫১ পয়েন্ট নিয়ে ৮৭ ধাপ এগিয়ে রিশাদের অবস্থান ৩৭তম।
সিরিজের প্রথম দুই ম্যাচে রিশাদ ব্যাট হাতে ১৪ বলে ৩৯ ও ১৩ বলে ২৬ রানের দুটি ঝড়ো ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ৯টি উইকেট শিকার করেছেন। এমন দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সই র্যাঙ্কিংয়ে এত লম্বা লাফ দিয়েছেন তিনি।
রিশাদ ছাড়াও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বোলারদের তালিকায় ৬ ধাপ এগিয়ে ১৮তম এবং অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি। ব্যাটারদের মধ্যে তাওহীদ হৃদয় ৭ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে জায়গা করে নিয়েছেন। তবে মিরপুরের স্পিন-সহায়ক উইকেটে পেসাররা তেমন সুবিধা করতে না পারায় র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের। এদিকে অবনতি হয়েছে জাকের আলি (৩ ধাপ পিছিয়ে ৭৮) ও ইনজুরির কারণে দলের বাইরে থাকা লিটন দাসের (৭ ধাপ পিছিয়ে ৯১)।
এদিকে, ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের শুভমান গিল। বোলারদের তালিকায় শীর্ষে আফগানিস্তানের রশিদ খান এবং অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে রয়েছেন তারই স্বদেশী আজমতউল্লাহ ওমরজাই।