জনতা ব্যাংক পিএলসি, খালিশপুর শাখার উদ্যোগে আজ (২১ অক্টোবর) বিকেলে পালিত হলো ‘আর্থিক সাক্ষরতা বিষয়ক সভা’ ও ‘তারুণ্যের উৎসব-২০২৫’। “এসো দেশ বদলাই,এসো পৃথিবী বদলাই “এই প্রতিপাদ্যকে সামনে রেখে “নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে” আয়োজিত এই সভা তরুণ সমাজকে আর্থিক শিক্ষায় শিক্ষিত করে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
খুলনা খালিশপুর শাখার ব্যবস্থাপক মোঃ আবদুস সাত্তার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি খুলনার বিভাগীয় কার্যালয় এর মহাব্যবস্থাপক ইনচার্জ আবুল কালাম আজাদ।
তিনি তরুণদেরকে ডিজিটাল ব্যাংকিং সেবার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি আরো বলেন “নতুন প্রজন্মকে আর্থিক শৃঙ্খলার আওতায় আনতে এবং তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলতে হবে। প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা গ্রহণ করে তারা শুধু নিজেদের জীবনই উন্নত করবে না, নতুন বাংলাদেশ গড়ার লক্ষো পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা এরিয়া অফিস এর উপ-মহাব্যবস্থাপক মোঃ জাকির হোসেন।
সভায় বক্তারা আর্থিক পরিকল্পনা, সঞ্চয়ের গুরুত্ব, ঋণ ও বিনিয়োগ এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেমের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন, যা উপস্থিত তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
এ সময় খুলনা খালিশপুর শাখার ব্যবস্থাপক মোঃ আবদুস সাত্তার বলেন, “গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি একজন তরুণকেও আর্থিক বিষয়ে সচেতন করতে পারে, তবে আমাদের আয়োজন সার্থক। জনতা ব্যাংক খালিশপুর শাখা সবসময় গ্রাহকদের, বিশেষ করে তরুণদের সর্বশ্রেষ্ঠ সেবা দিতে প্রস্তুত।”
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও ব্যাংকের তরুণ গ্রাহকদের উপস্থিতিতে এই সভা নতুন প্রজন্মের জন্য আর্থিক জ্ঞানার্জনের এক কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। জনতা ব্যাংক খালিশপুর শাখার এই উদ্যোগ নিঃসন্দেহে স্মার্ট বাংলাদেশ গড়ার পথে তরুণদের জন্য একটি দিকনির্দেশনা।