‘থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে’ এই শ্লোগানকে সামনে রেখে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
আসন্ন ত্রুয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে দেড় লাখ পুলিশ এ প্রশিক্ষণে অংশগ্রহণ গ্রহণ করছেন।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৯ টায় খুলনার শিরোমনিস্থ ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও স্বাগত বক্তৃতা প্রদান করেন ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এস এম সালাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ (পিপিএম), এডিশনাল এসপি মোঃ মাহবুবুর রহমানসসহ অত্র ব্যাটালিয়ানের অফিসারবৃন্দ।
৪র্থ ধাপের এ প্রশিক্ষনে অংশগ্রহন করবেন ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের বিভিন্ন র্যাঙ্কের ৩০ জন এবং আরআরএফ খুলনার ২০ জন সদস্য। পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষনে সর্বমোট ২৮ টি ব্যাচে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ৭৪২ জন প্রশিক্ষনার্থী এবং আরআরএফ খুলনার ৫২৫ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
সূত্রমতে, প্রশিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন বাংলাদেশ পুলিশের বিভিন্ন র্যাঙ্কের দক্ষ প্রশিক্ষকবৃন্দ। প্রশিক্ষনার্থীদের সুষ্ঠুভাবে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করবেন। এছাড়াও নির্বাচনকে আরও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য প্রশিক্ষনার্থীদের বডি-ওর্ন ক্যামেরার তাত্তি¡ক ও ব্যাবহারিক অনুশীলন এবং অস্ত্রের ব্যাবহারিক অনুশীলনের প্রশিক্ষন প্রদান করা হবে।
উদ্বোধনী বক্তব্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এস এম সালাউদ্দিন, সফলভাবে প্রশিক্ষন শেষে প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠ পর্যায়ে সুষ্ঠু প্রয়োগের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।