নওগাঁ-৬ আসনের সাবেক এমপি ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার রাতে ডিবি লালবাগ বিভাগ মোহাম্মদপুর থেকে তাদের গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ওমর ফারুক সুমন রয়েছে। সুমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের আজ বৃহস্পতিবার আদালতে তোলা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৬৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১২২ জন। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৬৩২ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১২২ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৫১০ জন রয়েছেন। এ ছাড়া অভিযানে উদ্ধার করা হয় দেশীয় তৈরি ওয়ান শুটারগান, রাউন্ড কার্তুজ, তরবারি, রামদা, চাপাতি, কিরিচ ও ছুরি উদ্ধার করা হয়েছে।