সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্যদিয়ে রাজনৈতিক জিয়ার জন্ম হয় | চ্যানেল খুলনা

এমইউজে আয়োজিত আলোচনা সভায় বক্তারা

৭ নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্যদিয়ে রাজনৈতিক জিয়ার জন্ম হয়

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, ঐতিহাসিক সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্যদিয়ে এদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে এক মেজর জিয়ার জন্ম হয়। এমনকি বাংলাদেশের আপামর জনসাধারণের মুক্তিদাতা হিসেবে আবির্ভুত হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বক্তারা আরও বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনীর হাত থেকে দেশ মুক্ত হলেও পরবর্তীতে ভারতীয় দাসত্বের কবল থেকে দেশ রক্ষা পায় মূলত: ৭ নভেম্বরের সিপাহী বিপ্লবের মধ্যদিয়ে। এমনকি সাম্য, মানবিকতা ও ন্যায় বিচারের দর্শন নিয়ে স্বাধীনতা অর্জন হলেও পরে দেশ একদলীয় শাসনে পরিনত হয়। কিন্তু ৭ নভেম্বরের পর দেশে প্রকৃত অর্থে গণতন্ত্র ফিরে আসে।
বক্তারা আরও বনে, বর্তমানে দেশে যেভাবে সংবাদপত্রের স্বাধীনতা হরণ হচ্ছে, মানুষের বাক স্বাধীনতার বালাই নেই এটি ১৯৭৫ সালের ৭ নভেম্বর পূর্ববর্তী সময়কে স্মরণ করিয়ে দেয়। এজন্য দেশপ্রেমিক মানুষকে এগিয়ে এসে বাক-স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত। ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোমবার সকালে পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। প্রধান বক্তা ছিলেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট এসএম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক কুদরতে আমীর এজাজ খান, নগরবিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, বিএফউজে’র নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন।
এমইউজের সহ-সভাপতি ও বিএফউজের সাবেক নির্বাহী সদস্য এহতেশামুল হক শাওনের পরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন খান জুলফিকার আলী জুলু, শের আলম সান্টু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শেখ সাদী, মোর্শেদুর রহমান লিটন, রফিকুল ইসলাম বাবু, আলী আক্কাস, এডভোকেট তসলিমা খাতুন ছন্দা, আতাউর রহমান রুনু, গোলাম মোস্তফা তুহিন, সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে এমইউজের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, খুলনা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মো. এরশাদ আলী, রফিউল ইসলাম টুটুল, হারুন অর রশীদ, কেএম জিয়াউস সাদাত, নাজমুল হক পাপ্পু, মো. আশরাফুল ইসলাম, আহমদ মুসা রঞ্জু, সেলিম গাজী, মো, সাইফুল্লাহ বাবু, ফকির শহিদুল ইসলাম, রাবিদ মাহমুদ চঞ্চল, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মো. মেহেদী হাসান বাবু।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

খুলনা এইচএসটিটিআইতে পেশাগত দক্ষতা উন্নয়ন ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ফুলবাড়ীগেট বাজার ব্যবসায়ীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনায় যুব কাউন্সিল নির্দেশিকা চূড়ান্ত মূল্যায়ণ সভা অনুষ্ঠিত

গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের কৃতি  শিক্ষার্থীদের সংবর্ধনা 

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।