সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা বিএনপি’র বর্ণাঢ্য কর্মসূচি গ্রহন | চ্যানেল খুলনা

৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা বিএনপি’র বর্ণাঢ্য কর্মসূচি গ্রহন

দলের প্রতিষ্ঠার ৪৬ বছর উদযাপনে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বর্ণাঢ্য আয়োজন করছে খুলনা জেলা বিএনপি। শনিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতিসভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। প্রায় ১৭ বছর পর এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর এসব কর্মসূচিতে ব্যাপক শো’ডাউনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে সাংগঠনিক, প্রচার ও দপ্তর উপ-কমিটি নামে পৃথক তিনটি কমিটি গঠন করা হয়। এছাড়া জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানকে আহবায়ক ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করে একটি ত্রাণ কমিটি গঠন করা হয়েছে।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসীদের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকীর প্রত্যূষে খুলনার সকল দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং বিকেল ৩টায় কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ, ২ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা ও র‌্যালি, ৩ সেপ্টেম্বর ছাত্রদল ও যুবদলের উদ্যোগে রক্তদান কর্মসূচি, ৪ সেপ্টেম্বর বৃক্ষ রোপন কর্মসূচি, ৫ সেপ্টেম্বর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এসএ রহমান বাবুল, মো. রকিব মল্লিক, অধ্যাপক মনিরুল হাসান বাবুল, শামীম কবির, আশরাফুল আলম নান্নু, ডাঃ আব্দুল মজিদ, এ্যাড. আবদুস সাত্তার, অসিত কুমার সাহা, একেএম শহীদুল আলম, ইলিয়াস হোসেন মল্লিক, মো. হাফিজুর রহমান, সুলতান মাহমুদ, এসএম মুর্শিদুর রহমান লিটন, রফিকুল ইসলাম বাবু, রুম্মন আজম, সরদার আবদুল মালেক, রাহাত আলী লাচ্চু, শেখ আবুল বাশার, শাহাদাত হোসেন ডাবলু, জাফরি নেওয়াজ চন্দন, শামসুল বারিক পান্না, মোজাফফার হোসেন, ফকরুল ইসলাম বুলবুল, জাবেদ মল্লিক, হাবিবুর রহমান, ওয়াহিদুজ্জামান নান্না, এ্যাড. তসলিমা খাতুন ছন্দা, মাহমুদ আলম লোটাস, আব্দুল মান্নান মিস্ত্রি প্রমুখ। শুরুতেই কোনআর তেলোয়াত করেন হাফেজ মো. জাহিদুল ইসলাম।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

পিআর পদ্ধতিকে জুলাই চার্টারে অন্তভুক্ত করে গণভোটে জনগণ যে রায় দেবে সবাইকে মানতে হবে: মিয়া গোলাম পরওয়ার

দুই একজন উপদেষ্টা এবং প্রশাসন ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে: মিয়া গোলাম পরওয়ার

বাগদান সম্পন্ন করে বিয়ের আংটি পরলেন ইশরাক

তোমাদের মার্কাতে বাধা দিইনি, অযথা ধানের শীষ নিয়ে টানাটানি কেন: মির্জা ফখরুল

কেউ চেয়ারম্যান-মেম্বার হতে চায় না, সবাই এমপি হতে চায়: শামা ওবায়েদ

আমি নই, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড জনগণ: বিবিসি বাংলাকে তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।