শিক্ষকতা হচ্ছে সম্মানজনক একটি মহান পেশা উল্লেখ করে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, শিক্ষকরা হচ্ছেন সভ্যতার ধারক-বাহক। শিক্ষক শুধু শিক্ষাদানই করেন না, তারা মানুষ গড়ার কারিগরও। শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, শিক্ষকবৃন্দ হচ্ছেন এই মেরুদণ্ড গড়ার কারিগর। পৃথিবীতে যতগুলো সম্মানজনক পেশা আছে এসব পেশার মধ্যে শিক্ষকতা সর্বোচ্চ সস্মানিত পেশা এ কথা সর্বজন স্বীকৃত।
শুক্রবার (৪ জুলাই) সকালে খুলনা প্রাইমারী টিচার ট্রেনিং ইনস্টিটিউটে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন আয়োজিত শিক্ষক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একজন শিক্ষক সমাজের সব শ্রেণির মানুষের কাছে অত্যন্ত মর্যাদা ও সম্মানের পাত্র। উন্নত বিশ্বের শিক্ষকতা পেশাকে শ্রেষ্ঠ পেশা হিসাবে গণ্য করা হয়। ন্যায়বিচার, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি আর্দশ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষা আলোকিত বিনির্মাণের হাতিয়ার। শিক্ষকরা হলেন তার সুনিপুণ কারিগর। শিক্ষা ছাড়া আলোকিত মানুষ সৃষ্টি কোনভাবেই সম্ভব নয়। একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষার্থীদের মনের ভাষা উপলব্ধি করা। ‘শিক্ষার্থীরা কিসের অভাবে পিপাসার্ত আর আমি সেই পিপাসা নিবারণে কতটুকু সচেষ্ট’ এই বিষয়টি শিক্ষকের মনে জাগরুক থাকা দরকার। শিক্ষার্থীরা পড়াশোনা করতে গিয়ে নানা সমস্যায় পতিত হন। এসব সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতার মনোভাব থাকতে হবে একজন শিক্ষকের মধ্যে। শিক্ষার্থীরা জ্ঞান আহরণের পাশাপাশি শিক্ষকদের কাছ থেকে নৈতিকতাও শিখে। তাই নৈতিক গুণে গুণান্বিত হয়ে একজন ইতিবাচক রোল মডেল হিসেবে শিক্ষককে আবির্ভূত হতে হবে।
তুহিন আরো বলেন, একটা শিশু যখন বাবা-মাকে ছেড়ে অচেনা পরিবেশে জ্ঞান অর্জনের জন্য আসে তখন শিক্ষকের উচিত বাবা মায়ের অনুপস্থিতিতে বাবা-মা এর সন্তানের প্রতি যে দায়িত্বগুলো থাকে সেগুলো সঠিকভাবে পালন করা। কেননা দিনের অনেকটা সময় শিক্ষকরাই ওই শিশু শিক্ষার্থীর কাছে অবস্থান করেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচিতে দেশের শিক্ষক সমাজের প্রাপ্য সম্মান এবং শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বিএনপি সরকারের সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানকে নকলমুক্ত করতে তৎকালীন সরকার যে পদক্ষেপ নিয়েছিলেন তা এখনো এদেশে ইতিহাস হয়ে আছে এবং ভবিষ্যতেও থাকবে। পতিত শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষার বিভিন্ন বিষয় পরিবর্তন করে বিতর্কের সৃষ্টি করেছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সভাপতি শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে ও বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুহিনের পরিচালনায় প্রশিক্ষন কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারপার্সন ও উপদেষ্টা বেগম রেহানা ঈসা, ইন্সট্রাক্টর, পিটিআই কবরী বিশ্বাস, যুগ্ম সম্পাদক শাকিল আহমেদ, শিক্ষা সম্পাদক তৌফিক রহমান, মতিয়ার রহমান, সাগর সেন, ইরিনা আকরাম, সাজেদা ইসলাম, শামসুন্নাহার ডেইজি, সারা চৌধুরী প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগিত পরিবেশন করেন উপস্থিত শিক্ষকবৃন্দ।
মুসল্লীদের সাথে কুশল বিনিময়: শুক্রবার পশ্চিম বানিয়াখামার দারুর রহমত জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, খুলনা-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন। এ সময় উপস্থিত ছিলেন ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদ আলম বাবু মোড়লসহ অনেকে উপস্থিত ছিলেন।