সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২ বন্ধুর বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ | চ্যানেল খুলনা

২ বন্ধুর বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুরে দুই তরুণের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, ওই স্কুলছাত্রীর গোসলের ভিডিও ধারণ করে এক বন্ধু। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে তাকে দুজন ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গত ২৭ জুন থানায় একটি মামলা করেছেন। রোববার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার।

অভিযুক্তরা হলেন— উপজেলার মধ্যভাঙ্গা মোড় (জুগীপাড়া) গ্রামের মিলন প্রামানিকের ছেলে রায়হান মিয়া (২০) ও কান্তনগরের সাজু মিয়ার ছেলে শাকিল আহমেদ মিম (২৫)।

ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, গত রমজান মাসের কোন একদিন ছাত্রীটি তার নানাবাড়িতে টিউবওয়েলে গোসল করার সময় রায়হান তার মোবাইল ফোনে গোপনে তা ভিডিও করে। পরবর্তীতে ধারণ করা ভিডিও মেয়েটিকে দেখায়। এ সময় ভিডিওটি ডিলিট করার জন্য অনুরোধ করে ভুক্তভোগী। ডিলিট করার আশ্বাস দিয়ে গত ১৫ এপ্রিল রাতে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে রায়হান। একই আশ্বাসে ১৯ এপ্রিল আবারও ধর্ষণ করে। এরপর ধর্ষণের বিষয়ে কাউকে জানালে ধারণকৃত ভিডিও ও ছবি ইন্টারনেটে দেওয়ার ভয়ভীতি দেখায়।

এরপর ওই ভিডিও বন্ধু শাকিলকে দেয় রায়হান। গত ২৪ জুন বিকালে শাকিল ভিডিও ডিলিটের আশ্বাসে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে। এরপর মেয়েটি বাড়িতে গিয়ে কান্না করলে স্বজনরা কারণ জানতে চাই। পরে ভুক্তভোগী রায়হান ও শাকিলের বিষয়টি পরিবারকে জানায় ভুক্তভোগী।

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, দুই যুবক মিলে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এনে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

হাসপাতাল তত্ত্বাবধায়কের কক্ষে চুরি, সাংবাদিক পরিচয়ধারী পাঁচজন গ্রেপ্তার

রাউজানের শীর্ষ সন্ত্রাসী মেজর ইকবাল গ্রেপ্তার

মুন্সীগঞ্জে বিএনপির দু’পক্ষের দ্বন্দ্বের জেরে গুলি, যুবক নিহত

ফরিদপুরে বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা, আসামি ৮ শতাধিক

টেলিগ্রামে বিদেশি বিনিয়োগের নামে ৫ কোটি টাকা হাতান তাঁরা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।