সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫ কোটি টাকার ব্যাটমোবাইল গাড়ি কিনেও বিপাকে নেইমার | চ্যানেল খুলনা

২৫ কোটি টাকার ব্যাটমোবাইল গাড়ি কিনেও বিপাকে নেইমার

মাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।

নেইমারের গাড়ি নিয়ে বিদেশি বিভিন্ন গণমাধ্যমে নানা রকম খবর শোনা যাচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, তাঁর কেনা ব্যাটমোবাইল টাম্বলার গাড়িটি আসলে ওয়ার্নার ব্রাদার্সের তৈরি করা মাত্র দশটা বিশেষ সংস্করণের ব্যাটমোবাইলের মধ্যে একটা। ক্রিস্টোফার নোলানের ‘ডার্ক নাইট’ ট্রিলজি থেকে গাড়িটির ডিজাইন নেওয়া হয়েছে। যেখানে ব্যাটম্যান ছিলেন ক্রিশ্চিয়ান বেল। গাড়িটির সঠিক দাম অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও’ গ্লোবো জানিয়েছে, ব্যাটমোবাইল গাড়িটি কিনতে নেইমারের খরচ হয়েছে ১৮ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৫ কোটি ৬৪ লাখ টাকা।

মোটা অঙ্কের টাকা খরচ করে ব্যাটমোবাইল গাড়িটা কিনলেও নেইমার এই গাড়ি নিয়ে রাস্তায় বের হতে পারবেন না। ইউরোপীয় সড়কের নীতিমালা অনুযায়ী এই গাড়ি রাস্তায় চালানো যাবে না। এমনকি ব্রাজিলের রাস্তায়ও এটা চালানো নিষেধ। তার মানে এই গাড়ি শুধু তাঁর বিলাসবহুল গ্যারেজেই রাখতে হচ্ছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গ্যারেজে আগে থেকেই আছে অডি আর৮ স্পাইডার ভি১০ প্লাস, ফেরারি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স, ল্যাম্বরগিনির মতো বিলাসবহুল গাড়ি।

ব্যাটমোবাইল টাম্বলার গাড়িগুলো সাধারণত ৪.৬৫ মিটার লম্বা। চওড়া ২.৮ মিটার। স্টিলের মজবুত ফ্রেমে তৈরি এই গাড়ি কার্বন ফাইবার আর কেভলার দিয়ে মোড়ানো। গাড়িটির ভেতরে ৬.২ লিটার ভি৮ ইঞ্জিন রয়েছে। এটার শক্তি ৫২৫ হর্সপাওয়ারের শক্তি। সিনেমার ব্যবহৃত গাড়ির মতোই এটি ‘ধোঁয়া বোমা’ ছুড়তে পারে। পাশাপাশি থাকছে একটি রেপ্লিকা জেট ইঞ্জিন এবং ব্যাটম্যান ও রবিনের ককপিটের আদলে তৈরি দুটি আসন।

২০২৩ সালে পিএসজি ছেড়ে নেইমার আল হিলালে যান দুই বছরের চুক্তিতে। বার্ষিক ১০ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করা হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২৭৭ কোটি ২৭ লাখ টাকা। তবে সৌদি ক্লাবে যাওয়ার পরই বারবার চোটে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য কারণে সব মিলে আল হিলালে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। সৌদি ক্লাবটির হয়ে এক গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন তিন গোলে। এ বছরের জানুয়ারিতে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে আল হিলাল। সৌদি ক্লাব চুক্তি বাতিলের পর নেইমার ফেরেন তাঁর শৈশবের ক্লাব সান্তোসে। তবে স্বদেশি ক্লাবে ফিরলেও বিভিন্ন কারণে নিয়মিত হতে পারেননি ব্রাজিল ফরোয়ার্ড।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বাদ তামিম-তাসকিন, সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

পিএসজিকে কাঁদিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল চেলসি

জোতার ‘২০’ নম্বর জার্সি আর কারও গায়ে উঠবে না

চ্যাম্পিয়ন বাংলাদেশের ম্যাচ কবে, কাদের সঙ্গে

গ্লোবাল সুপার লিগে অবশেষে দল পেলেন সাকিব

বাজে শটে আউট মিরাজ, চাপে বাংলাদেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।