 মহান একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মহান একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান। জুম বাংলাদেশ স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান কামাল বলেন, শহীদ দিবস উপলক্ষে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। তবুও কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এর আশপাশের এলাকায়ও এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ পুলিশ, র্যাব এ নিয়ে কাজ করছে। গোটা এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।



 
																