সোনাডাঙ্গা থানার অর্ন্তগত ১৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ মনিরুজ্জামান মনি’র সুস্থতা কামনা করেছেন খুলনা মহানগর বিএনপি। শনিবার (১০ মে) বিএনপির মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বিএনপি নেতা শেখ মনিরুজ্জামান মনি’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছেন।
বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদ শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ। অনুরূপ বিবৃতি দিয়েছেন সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমূখ।
এর আগে গত ৭ মে অসুস্থ বিএনপি নেতা শেখ মনিরুজ্জামান মনিকে দেখতে রাজধানীর পিজি হাসপাতালে যান খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এ সময় তারা অসুস্থ নেতার শয্যা পাশে কিছু সময় অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন।